প্রতিবেদন : প্রবল গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি। তিন রাজ্যে নির্বাচনী জয়ের পরেও তাই অস্বস্তি কাটছে না গেরুয়া দলের। ভোটের ফল ঘোষণার পাঁচদিন পেরিয়ে গেল এখনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা যায়নি। মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবে তা নিয়ে সংঘাত ও মতানৈক্য শুরু হয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে (Rajasthan- Madhya Pradesh- Chhattisgarh)। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বাছতে তিন রাজ্যের পর্যবেক্ষক দল পাঠাচ্ছে গেরুয়া শিবির।
জানা গিয়েছে, রাজস্থানের মুখ্যমন্ত্রী বাছতে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে। মধ্যপ্রদেশে পাঠানো হচ্ছে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার ও ছত্তিশগড়ে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডাকে। রবিবার রাজস্থান এবং ছত্তিশগড় আর সোমবার মধ্যপ্রদেশে (Rajasthan- Madhya Pradesh- Chhattisgarh) পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। সেদিনই মুখ্যমন্ত্রীদের নাম ঘোষণা হতে পারে বলে বিজেপি সূত্রের খবর। অন্যদিকে, মুখ্যমন্ত্রীদের নাম বাছাই করতে শুক্রবার রাতে দিল্লিতে বিজেপি অফিসে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, রাজনাথ সিং, বি এল সন্তোষ-সহ শীর্ষ নেতৃত্ব। তবে দফায় দফায় বৈঠকের পরও চূড়ান্ত নাম বাঁচতে হিমশিম অবস্থা বিজেপির। রাজস্থানে রাজমাতা বসুন্ধরা রাজে, নাকি বালকনাথ। ছত্তিশগড়ে রমণ সিং, নাকি রেণুকা সিং। আর মধ্যপ্রদেশে তো মুখ্যমন্ত্রীর দৌড়ে দীর্ঘ লাইন। সেখানে কুর্সির দাবিদার প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, সদ্য প্রাক্তন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, কৈলাস বিজয়বর্গীয় ও প্রহ্লাদ প্যাটেল। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন বিজেপির শীর্ষ নেতারা। অবশ্য শেষপর্যন্ত কে মুখ্যমন্ত্রী চেয়ারে বসবেন তা ঠিক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে রাজস্থানের জন্য যে পর্যবেক্ষক দল গঠন করা হয়েছে সেখানে রাজনাথ ছাড়াও রয়েছেন রাজ্যসভার সাংসদ সরোজ পাণ্ডে ও দলের সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে। অন্যদিকে মধ্যপ্রদেশে হরিয়ানার মুখ্যমন্ত্রী ছাড়াও পর্যবেক্ষক করা হয়েছে ওবিসি মোর্চার জাতীয় সভাপতি কে লক্ষ্মণ ও সাধারণ সম্পাদক আশা লাকড়াকে। আর অর্জুন মুন্ডা ছাড়াও ছত্তিশগড়ে পর্যবেক্ষক করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও সাধারণ সম্পাদক দুষ্মন্ত গৌতমকে। জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে দলীয় কোন্দল এড়াতে যত দ্রুত সম্ভব ৩ নাম প্রকাশ্যে আনবে গেরুয়া শিবির।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…