পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার ওসি

ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আটক হয়েছেন এক মহিলা।

Must read

বুধবার রাত এগারোটা নাগাদ হাওড়া (Howrah) ঘোষপাড়া পেট্রলপাম্পের সামনে গুলিবিদ্ধ হয়েছেন হুগলির চণ্ডীতলা থানার ওসি জয়ন্ত পাল। গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন শিবপুর থানার পুলিশ। পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ হয়েছেন পুলিশ অফিসার। তাঁর হাতে গুলি লেগেছে। ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে গুলির খোল।কে বা কারা গুলি চালিয়েছে সেটা জানা যায় নি এখনও। ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আটক হয়েছেন এক মহিলা।

আরও পড়ুন-তফাত ছিল, তফাত আছে, তফাত থাকবে

প্রসঙ্গত, ওসির নীল রঙের একটি গাড়ি ছিল যেখানে এক মহিলা ছিলেন। সূত্রের খবর, বচসার ফলে সার্ভিস রিভলবার থেকে গুলি চলেছে। ওসি-র গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অফিসারকেও হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ অফিসারেরা রয়েছেন ঘটনাস্থলে। ওই মহিলার সঙ্গে অফিসারের কী সম্পর্ক সেটাই জানার চেষ্টা করছে পুলিশ।

Latest article