প্রতিবেদন : পুলিশ, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য ত্রিপুরায় (tripura) চলছে বিজেপির গুন্ডারাজ! বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন সাউন্ড বক্স বন্ধ করাকে কেন্দ্র করে একজন ওসিকে প্রকাশ্যে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল পুজোর উদ্যোক্তাদের বিরুদ্ধে। ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বেরিয়েছিল। শোভাযাত্রায় প্রচণ্ড জোরে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। যা নিয়ে আপত্তি করেন দায়িত্বে থাকা ওসি। কিন্তু তাঁর কথা না শোনায় তিনি সাউন্ড বক্স বন্ধ করে দেন। এরপরই বেপরোয়া আয়োজকেরা গাড়ি থেকে নামিয়ে টেনে হিঁচড়ে প্রকাশ্যে রাস্তায় ফেলে ওই ওসিকে কিল, চড়, লাথি, ঘুসি মারতে শুরু করে।
আরও পড়ুন- অসমের শ্রমিকরাও বাংলাদেশি! বিজেপি সাংসদের তকমায় তোপ দাগলেন তৃণমূল
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় (tripura)। কিন্ত তাঁদের সঙ্গেও বচসা শুরু করে ক্লাব সদস্যরা। পরে গাড়ি ও সাউন্ড বক্স বাজেয়াপ্ত করে পুলিশ। অভিযোগ, প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় একটি গাড়িতে স্টেজ তৈরি হয়েছিল। সেখানে গানবাজনা হচ্ছিল। ফলে যানজট তৈরি হয়। ওসি ওই কর্তাদের কাছে বিষয়টি নিয়ন্ত্রণের আবেদন জানান। সাউন্ড বক্সের আওয়াজ কমানোর অনুরোধও করেন। তবে কেউ কর্ণপাত করেনি। ঘটনার ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই শোরগোল পড়েছে দেশ জুড়ে। একজন কর্তব্যরত পুলিশ আধিকারিকের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে বিজেপি রাজ্যে, সেই ছবি দেখে অনেকেই শিউরে উঠেছেন। আশ্চর্যের বিষয় হল ভিডিয়োতে সবটা দেখা গেলেও এই ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করা হয়নি। পুলিশের গায়ে হাত তোলার পরেও কেন গ্রেফতারি হয়নি? এই নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…