প্রতিবেদন: অধিকৃত কাশ্মীর (Kashmir) যে আদৌ পাকিস্তানের নয়, তা স্বীকার করে নিল সেদেশের সরকার। শুধুমাত্র মৌখিক স্বীকারোক্তি নয়, ইসলামাবাদ হাইকোর্টে রীতিমতো হলফনামা দিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার জানিয়ে দিল পাক অধিকৃত কাশ্মীর আসলে বিদেশি ভূখণ্ড। সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শুক্রবার আদালতে বলেছেন, কাশ্মীরের যে অংশ থেকে কাশ্মীরি কবি এবং সাংবাদিক আহমেদ ফারহাদ শাহকে পুলিশ গ্রেফতার করেছে তা আদৌ পাকিস্তানের অংশ নয়, বিদেশি ভূখণ্ড।
আরও পড়ুন-গানের কবি
লক্ষণীয়, পাক অধিকৃত কাশ্মীরের স্বাধীনতাপন্থী সাংবাদিক ফারহাদের গ্রেফতারি নিয়ে একটি মামলার শুনানি ছিল হাইকোর্টে। সেখানেই এই মন্তব্য পাকিস্তান সরকারের আইনজীবীর। স্বাভাবিকভাবেই এই স্বীকারোক্তিকে ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে পাকিস্তানের ঘরে-বাইরে। এই গ্রেফতারির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সরকারি আইনজীবীকে রীতিমতো চেপে ধরে হাইকোর্ট। কোন প্রসঙ্গে এমন মন্তব্য করে বসলেন পাকিস্তানের সরকারি আইনজীবী? ফারহাদকে হাজির করার নির্দেশ দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। কিন্তু পাকিস্তানের অ্যাটর্নি জেনারেলের যুক্তি, পাক অধিকৃত কাশ্মীর আসলে একটি বিদেশি ভূখণ্ড। সেখানেই গ্রেফতার করা হয়েছে সাংবাদিক ফারহাদকে। সেই কারণেই তাঁকে হাজির করানো যাবে না ইসলামাবাদ হাইকোর্টে। এই যুক্তি কিন্তু মেনে নিতে পারেনি আদালত। বিচারপতির প্রশ্ন, জায়গাটি যদি বিদেশি ভূখণ্ডই হবে, তাহলে সেখানে কোন অধিকারে প্রবেশ করে পাক সেনা? রেঞ্জার্স বাহিনী শিবিরই বা তৈরি করে কোন যুক্তিতে? বিদেশি নাগরিককে গ্রেফতারের অধিকার নিয়েও প্রশ্ন তোলে এলাহাবাদ হাইকোর্ট। স্বাভাবিকভাবেই গভীর অস্বস্তিতে পাক সরকার।