কর্নাটকে (Karnataka) আবার শুরু হল হিজাব বিতর্ক। কলেজপড়ুয়া এক তরুণী হিজাব পরে আসায় প্রতিবাদ শুরু করল অন্য একদল ছাত্রী। গেরুয়া স্কার্ফ পরে কলেজে এসে তারা বিক্ষোভ দেখতে শুরু করে। দুবছর আগের হিজাব বিক্ষোভের স্মৃতি ফের মনে করিয়ে দিল কর্নাটকে।
আরও পড়ুন-বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত, আবহাওয়া বদল বাংলায়
২০২২ সালে কর্নাটকের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব (Hijab) পরা নিষিদ্ধ করে দিয়েছিল বিজেপি সরকার। কয়েকদিনের মধ্যেই সেই নিষেধাজ্ঞা উড়িয়ে বেশ কয়েকটি কলেজের ছাত্রীরা হিজাব পরে আসা শুরু করেছিল। সেখান থেকেই ফের শুরু হয় বিপদ। হাসানের বিদ্যা সৌধ কলেজেও হিজাব পরে আসেন এক ছাত্রী। কলেজ কর্তৃপক্ষের দাবি, হিজাব নয়, ওই ধরনের কাপড় মাথায় জড়িয়ে ছাত্রীটি কলেজে এসেছিলেন। কলেজ কর্তৃপক্ষ সেই ছাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন। আগামী দিনে ওই ছাত্রী হিজাব পরে আসবেন না বলেও জানান। কিন্তু তার পর থেকেই একদল ছাত্রী কলেজে বিক্ষোভ শুরু করেন। হিজাবের পালটা গেরুয়া রঙের শাল মাথায় জড়িয়ে তাঁরা কলেজে আসতে শুরু করেন। কেন এক ছাত্রী হিজাব পরে আসবেন, সেই নিয়ে বিক্ষোভ শুরু হয়ে যায় কলেজ চত্বরে।
আরও পড়ুন-এবার পাল্টে যাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস
প্রসঙ্গত, কর্নাটকে বিজেপি সরকারের সময়ে মুখ্যমন্ত্রী বিএস বোম্মাই শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এই নিয়ে অনেক জলঘোলা হয়। দেশজুড়ে শুরু হয় বিতর্ক। কর্নাটক হাইকোর্টে এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়। সেখানে নিষেধাজ্ঞা জারির পক্ষেই নির্দেশ দেওয়া হয়। মামলা পৌঁছায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের রায়েও হাই কোর্টের নির্দেশ মান্যতা পেয়েছিল।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…