দুবাই, ১১ নভেম্বর : দ্বিস্তরীয় টেস্ট ক্রিকেট নয়। বরং আইসিসির ভাবনায় ওডিআই সুপার লিগ! সম্প্রতি দুবাইয়ে আইসিসির বৈঠকে এমনটাই পরিকল্পনা নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরেই দ্বিস্তরীয় টেস্টের দাবি উঠছিল। কিন্তু পরের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে তা চালু হওয়ার সম্ভাবনা কার্যত নেই। বরং ২০২৭ সালের মাঝামাঝি পরের চক্রে ১২টি দেশ নিয়ে হতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপ। এখন ৯টি দেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। আইসিসির পূর্ণ সদস্য হলেও আফগানিস্তান, জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার ছাড়পত্র পায় না। পরের চক্রে এই তিন দেশকেও সুযোগ দেওয়া হতে পারে।
আরও পড়ুন-ক্ষতিগ্রস্ত কৃষকদের বাঁচাতে মন্ত্রীর কাছে দরবার বিধায়কের
আইসিসির সভায় দ্বিস্তরীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা হলেও, কয়েকটি দেশের বোর্ড আপত্তি জানিয়েছে। বরং পূর্ণ সদস্য তিন দেশকেও পরবর্তী চক্রের অন্তর্ভুক্ত করার দাবি ওঠে। তবে ১২ দলীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ কী ফরম্যাটে হবে বা প্রত্যেক দল একে অন্যের বিরুদ্ধে ক’টি করে টেস্ট খেলবে, সেটা চূড়ান্ত হয়নি। পুরোটাই পরিকল্পনার স্তরে রয়েছে। তবে আইসিসি পরের চক্র থেকেই এই নিয়ম চালু করতে চাইছে।
এদিকে, একদিনের ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে সুপার লিগ চালুর পরিকল্পনা নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে এই টুর্নামেন্টে ক’টি দল খেলবে, তা এখনও চূড়ান্ত করা হয়নি। ২০২৭ সালে একদিনের বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দেশ। বিশ্বকাপের পর ২০২৮ সাল থেকে চালু হতে পারে ওডিআই সুপার লিগ। তবে এই টুর্নামেন্টের জন্য উইন্ডো খুঁজে বের করা বেশ কঠিন। যদি টি-২০ ফরম্যাটের রমরমার মধ্যেই ওয়ান ডে ক্রিকেটকে বাঁচাতে মরিয়া আইসিসি।

