প্রতিবেদন : টানা ছয় ম্যাচ জেতার পর পদস্খলন। দুরন্ত শুরুর পর মরশুমে প্রথম হার ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের (DHFC)। আই লিগ থ্রি-র প্রথম ম্যাচে গাজিয়াবাদ এফসি-কে দাপটে হারিয়েছিল কিবু ভিকুনার দল। শনিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্পোর্টস ওড়িশার বিরুদ্ধে এগিয়ে থেকেও হারতে হল ডায়মন্ড হারবারকে। নৈহাটি স্টেডিয়ামে ওড়িশার জয় ২-১ গোলে। এদিনের হারে একটু হলেও চাপ বাড়ল ডায়মন্ড হারবারের।
গ্রুপ ‘এ’-তে পাঁচ দলের মধ্যে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে জবি জাস্টিনরা। সমসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপ শীর্ষে ভোপালের ক্লাব লেক সিটি এফসি। সমসংখ্যক পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে থেকে দু’নম্বরে কেরলের সাট তিরুর। পরের দু’টি ম্যাচে তাদের বিরুদ্ধেই খেলবে ডায়মন্ড হারবার। একটি জয় ও একটিতে ড্র করলেই গ্রুপে প্রথম দুইয়ে থেকে পরের রাউন্ডে খেলার ছাড়পত্র পেয়ে যাবে ডায়মন্ড হারবার (DHFC)। প্রতিটি গ্রুপ থেকে প্রথম দু’টি দলই পরের রাউন্ডে যাবে।
আরও পড়ুন: এবার বিচার করবেন কারা? বিজেপির অবরোধে প্রসূতির মৃত্যু
খেলল ডায়মন্ড হারবার, জিতল ওড়িশা। এদিনের ম্যাচটা এভাবেই বর্ণনা করা যেতে পারে। একাধিক সুযোগ কাজে লাগাতে পারলে অনেক আগেই ম্যাচটা শেষ করে দিতে পারত ডায়মন্ড হারবার। কিন্তু দিনটা তাদের ছিল না। আগের ম্যাচে মাত্র ১০ সেকেন্ডে গোল করে রেকর্ড গড়া নরহরি শ্রেষ্ঠা এদিনও দলকে ১৯ মিনিটের মাথায় এগিয়ে দিয়েছিলেন। নরহরির গোলের পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ডায়মন্ড হারবার। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।
৩৪ মিনিটে পারাও টুডুর গোলে ম্যাচে সমতা ফেরায় ওড়িশা। বিরতির আগেই গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কিবুর দল। কিন্তু গোল আসেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ওড়িশা। দলের হয়ে নিজের দ্বিতীয় গোল করেন সেই টুডু। এরপর ম্যাচের বাকি সময় গোল শোধের মরিয়া চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি ডায়মন্ড হারবার। বিপক্ষের ফুটবলাররা অযথা সময় নষ্ট করে ডায়মন্ড হারবারের কাজটা আরও কঠিন করে দেয়। টানা জয়ের ছন্দে থাকার পর একটি হারে হতাশ হতে চান না ডায়মন্ড হারবারের কোচ, ফুটবলাররা। সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বললেন, ‘‘আমরা খেলেছি। ওরা জিতেছে। এই হার থেকে আমরা শিক্ষা নেব। আমাদের বিশ্বাস, পরের ম্যাচেই দল ঘুরে দাঁড়াবে। ডায়মন্ড হারবার পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে।’’