প্রতিবেদন : সুপার কাপের প্রথম ম্যাচে ওড়িশা এফসি-র (Odisha vs East Bengal) বিরুদ্ধে এগিয়ে থেকেও ম্যাচ ১-১ ড্র করল ইস্টবেঙ্গল। একাধিক গোলের সুযোগ নষ্টের খেসারত দিয়ে জয় হাতছাড়া লাল-হলুদের। গোলমুখে জেক জার্ভিসের ব্যর্থতায় এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হল স্টিফেন কনস্ট্যান্টাইনের দলকে। কার্যত নক-আউট টুর্নামেন্টে প্রথম ম্যাচে পয়েন্ট খুইয়ে চাপে পড়ল ইস্টবেঙ্গল। এদিন ‘বি’ গ্রুপে অন্য ম্যাচে হায়দরাবাদ এফসি ২-১ গোলে হারিয়ে দেয় আই লিগের দল আইজল এফসি-কে।
আরও পড়ুন- অভিষেকের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই চিঠি পাঠানো শুরু
রক্ষণ জমাট রেখে শুরু থেকে প্রতিআক্রমণে জোর দিয়েছিল ইস্টবেঙ্গল (Odisha vs East Bengal)। ওড়িশাও পাল্টা প্রতিআক্রমণে লাল-হলুদের রক্ষণ দুর্গে আঘাত আনার চেষ্টায় ছিল। প্রথমার্ধে মাত্র একবারই ওড়িশার গোলে শট নেয় স্টিফেনের দল। তা থেকেই গোল। ওড়িশা রক্ষণের ভুলেই এগিয়ে যায় লাল-হলুদ। নরেন্দ্র গেহলেটের পা থেকে বল ছিনিয়ে নিয়ে বক্সে ঢুকে বল জালে জড়াতে ভুল করেননি মোবাশির রহমান। প্রথমার্ধে বাকি সময় ক্লেটন সিলভা, নাওরেম মহেশ সিংরা চেষ্টা করলেও ওড়িশা রক্ষণে ফাটল ধরাতে পারেননি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই কিরিয়াকুকে তুলে ভিপি সুহেরকে নামান ইস্টবেঙ্গল কোচ। সুহের নামার পর লাল-হলুদ আক্রমণের ধার বাড়ে। মহেশ, ক্লেটন, সুহেরদের সৌজন্যে একের পর এক গোলের সুযোগ তৈরি হয়। কিন্তু গোলমুখে জার্ভিসের ব্যর্থতায় নিশ্চিত জয় হাতছাড়া করে ইস্টবেঙ্গল। জার্ভিসের একটি শট পোস্টে লেগে ফেরে। একাই তিনটি সহজতম সুযোগ নষ্ট করেন। তার মধ্যেই মরিসিওর পাস থেকে গোল করে ওড়িশাকে সমতায় ফেরান নন্দ কুমার।