প্রতিবেদন : ওড়িশায় এই প্রথম সরকার গড়েছে বিজেপি। কিন্তু শুরুতেই হোঁচট। ওড়িশার নতুন শিক্ষামন্ত্রীর ভাইরাল ভিডিও ঘিরে রাজ্যে তোলপাড়। ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপি সরকারের শিক্ষামন্ত্রী সূর্যবংশী সুরজ মদ্যপান করে বন্ধুদের সঙ্গে হুল্লোড়ে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় সেই ভাইরাল ভিডিও পোস্ট করে আসরে নেমেছে কংগ্রেস। বিতর্ক তুঙ্গে।
আরও পড়ুন-বিহারে কলেজের খাবারে মিলল সাপ
গত ১২ জুন ওড়িশার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মোহনচরণ মাঝি। রবিবার মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টন করেন তিনি। ওড়িশার উচ্চশিক্ষা, ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রী হয়েছেন সূর্যবংশী সুরজ। সঙ্গে ওড়িয়া ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি দফতরের দায়িত্বও দেওয়া হয়েছে তাঁকে।
সেই সূর্যবংশীরই একটি ভিডিও নিজের অফিসিয়াল হ্যান্ডেলে পোস্ট করেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে। কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মের চেয়ারপার্সন লেখেন, এই হলেন সূর্যবংশী সুরজ। ইনি ওড়িশার একজন মন্ত্রী। তাঁর দফতরগুলি হল, উচ্চশিক্ষা, ক্রীড়া এবং যুবকল্যাণ ছাড়াও ওড়িয়া ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি। মত্ত শিক্ষামন্ত্রীর কীর্তি দেখে নেটপাড়াতেও তুমুল শোরগোল। সূর্যবংশীর ইস্তফার দাবি উঠতে শুরু করেছে। আর শিক্ষামন্ত্রীর কাণ্ডকারখানায় গোটা পর্বে তুমুল অস্বস্তিতে গেরুয়া শিবির।