সংবাদদাতা, শিলিগুড়ি : ডেপুটি মেয়র সহ নয়জন মেয়র পরিষদকে শপথবাক্য পাঠ করালেন মহানাগরিক গৌতম দেব। শুক্রবার শপথের পরই মেয়র পরিষদ দফতর বণ্টনের কাজও সম্পন্ন হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য নেতৃত্ব কয়েকদিন আগেই শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র-সহ ৯ জন মেয়র পারিষদ ও ৫ জন বরো কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করেছিলেন। এদিন ঘোষিত নামগুলির শপথবাক্য পাঠ হয় কর্পোরেশনের হলঘরে। শপথবাক্য পাঠের পরেই ডেপুটি মেয়র রঞ্জন সরকার তাঁর সভা কক্ষে প্রবেশ করে চেয়ারের দায়িত্ব নেন।
এদিন মেয়র পরিষদের শপথ গ্রহণের পরে মহানাগরিক গৌতম দেব বলেন, ডেপুটি মেয়র সহ ৯ জন মেয়র পরিষদকে শপথ গ্রহণ করালাম। সবাই একসঙ্গে শিলিগুড়ির উন্নয়নে টিম তৈরি করে কাজ করব। অন্যদিকে শপথ গ্রহণের পর এই মেয়র পারিষদরাও নিজেদের দফতরে গিয়ে বসেন। শপথবাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি কর্পোরেশনের চেয়ারপার্সন বর্ষীয়ান তৃণমূল (Trinamool Congress) নেতা প্রতুল চক্রবর্তী। এছাড়াও ছিলেন কর্পোরেশনের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত কাউন্সিলর। এর পরেই শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র নিয়মমাফিক নোটিফিকেশন করেন। দফতর বণ্টনের পরে ডেপুটি মেয়র রঞ্জন সরকার ডেপুটি মেয়র পদ ছাড়াও ইউপিএ বিভাগ, বস্তি এলাকা উন্নয়ন, কর্মসংস্থান, ট্রাফিক বিভাগ সহ মাইনোরিটি দফতরের দায়িত্ব পেয়েছেন।
- আরও পড়ুন – মৌসুমি ঝড়ে উড়ল বামেরা
এছাড়াও তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেয়র পরিষদ রামভজন মাহাতো প্রপার্টি টেক্স ও অ্যাসেসমেন্ট দফতরের কাজ করবেন। ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল দত্ত জল-সরবরাহ সহ স্বাস্থ্য বিভাগের দায়িত্ব সামলাবেন। ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমল আগরওয়াল বিদ্যুৎ বিভাগ, আইন বিভাগ ও আইটি সেলের দায়িত্ব সামলাবেন। ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক দে জঞ্জাল অপসারণ বিভাগ সহ এসডব্লুএম বিভাগের দায়িত্ব সামলাবেন। এবার নতুন কাউন্সিলর ৪৬ নম্বর ওয়ার্ডের দিলীপ বর্মন হাউসিং ফর অল, ট্রেড লাইসেন্স ও স্পোর্টস বিভাগের দায়িত্ব পেয়েছেন। শোভা সুব্বাও এবার ৪২ নম্বর ওয়ার্ডের নতুন কাউন্সিলর গোর্খা জনজাতির এই কাউন্সিলর মেয়র পরিষদ হয় শিক্ষা ও সংস্কৃতি বিভাগের।
একইভাবে ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ প্রসাদ সাহা পার্কিং সমস্ত গেস্ট হাউস ও বিজ্ঞাপনের দায়িত্বে রয়েছেন। ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিক্তা দে বসু রায়ও নতুন। তিনিও মেয়র পরিষদ হিসেবে প্লান্টেশন অ্যান্ড বিউটিফিকেশন, এনভায়রনমেন্ট সহ পার্কস ও গার্ডেনের দায়িত্ব পেয়েছেন। এছাড়াও কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের অভিজ্ঞ কাউন্সিলর শ্রাবণী দত্ত মা ও শিশু কল্যাণ দফতর সহ মিড ডে মিল এবং জন্ম-মৃত্যু বিভাগের দায়িত্ব পেয়েছেন। এই ৯ জন মেয়র পরিষদকে দফতর বণ্টন করা হয়। পরের সপ্তাহে পাঁচটি বরোর চেয়ারম্যানরাও দায়িত্ব নেবেন।