এমএসএমই ক্যাম্পে সংখ্যালঘু দফতর

Must read

নাজির হোসেন লস্কর: বাংলার সংখ্যালঘুদের উন্নয়নে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার৷ এবার সংখ্যালঘু শিল্পোদ্যোগীদের সাহায্যে ঋণ প্রদান, আবেদন প্রক্রিয়া ও বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের জন্য এমএসএমই–র (MSME Camp) দুয়ারে ক্যাম্পে হাজির হয়ে সমাধান ও সহজীকরণের উদ্যোগ নিল৷ আজ ১ অগাস্ট থেকে আগামী ১৮ অগাস্ট পর্যন্ত ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্প দফতরের উদ্যোগে বাংলার প্রতিটি জেলাসদরের আয়োজনে শিল্পোদ্যোগীদের জন্য একদিনের ক্যাম্পের (MSME Camp) ব্যবস্থা করা হয়েছে৷ সেখানে বিভিন্ন কর্মসূচি নিয়ে হাজির থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর৷ এ ছাড়া বাংলার প্রতিটি ব্লক এবং কলকাতা পুরসভার প্রতিটি বোরোতে এই ক্যাম্প পাঁচদিনব্যাপী খোলা হবে৷ দফতরের বিশেষ সচিব সাকিল আহমেদ এ-বিষয়ে জানান, সংখ্যালঘু দফতর দ্বারা ঋণ গ্রহীতাদের উদ্যম পোর্টালে নথিভুক্তকরণ, ঋণ আবেদন, প্রদান ও কারিগরি প্রশিক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হবে এই ক্যাম্পগুলিতে৷

আরও পড়ুন- বঙ্গে দোস্তি কেরলে কুস্তি! সিপিএমের দ্বিচারিতা স্পষ্ট হচ্ছে কেরলে

Latest article