মৎস্যজীবীদের প্রকল্পের সুবিধা দিতে নৌকায় আধিকারিকরা

Must read

সংবাদদাতা, মালদহ : জলপথে তাঁদের জীবন, নৌকায় তাঁদের রুটিরুজি। কাজের তাগিদে দুয়ারে সরকার শিবিরে যেতে তাঁরা অপারগ, তাই প্রশাসন পৌঁছল তাঁদের দুয়ারে। এমনই ছবি দেখল মালদহের রতুয়া ২ নং ব্লকের মানুষ। উল্লেখ্য, মালদহের চাঁচল মহকুমার অন্তর্গত রতুয়া ২ নং ব্লকের পরানপুর হাই স্কুলে শুক্রবার বসেছিল দুয়ারে সরকার শিবির। রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা নিতে শিবিরে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। রাজ্যের সমস্ত মৎস্যজীবী (Fisherman- West Bengal Project) এবং মৎস্য সংক্রান্ত বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের তথ্যভাণ্ডার তৈরির বিষয়ে এবার উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। গত ১ নভেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হওয়া ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে মৎস্যজীবীরা (Fisherman- West Bengal Project) তাঁদের নাম নথিভুক্ত করছেন। এর জন্য প্রত্যেক ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে একটি করে আলাদা কাউন্টারও করা হয়েছে। কিন্তু মালদহের রতুয়া ২ নং ব্লকের দুয়ারে সরকার শিবিরে মৎস্যজীবীরা সেই কাউন্টারে যেতে আগ্রহী নন। তাই প্রকল্পের সুবিধা নিতে অনীহা দেখাচ্ছেন। মৎস্যজীবীদের সেই প্রকল্পের আওতাভুক্ত করতে জলপথে নৌকা নিয়ে যান মহকুমা প্রশাসনের আধিকারিকরা।

আরও পড়ুন-গেরুয়া শিবিরকে কড়া বার্তা সায়নীর

Latest article