হ্যাক হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট

জানা গিয়েছে, Yuga Labs একটি বহুজাতিক সংস্থা। ক্রিপ্টো কারেন্সির উপর কাজ করে । দশ ঘন্টা আগে শেষ পোস্ট হয়েছে।

Must read

হ্যাক হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট। ট্যুইটারে তৃণমূলের মূল ভেরিফায়েড অ্যাকাউন্ট ছিল এআইটিসি অফিসিয়াল। সেই অ্যাকাউন্ট খুললেই সকাল থেকে দেখা যাচ্ছে সেই নাম পরিবর্তন হয়ে গিয়েছে। নাম হয়ে গিয়েছে Yuga Labs।

আরও পড়ুন-দিনের কবিতা

জানা গিয়েছে, Yuga Labs একটি বহুজাতিক সংস্থা। ক্রিপ্টো কারেন্সির উপর কাজ করে । দশ ঘন্টা আগে শেষ পোস্ট হয়েছে। যদিও তার পরে আর কোনও পোস্ট হয়নি। যদিও এই অ্যাকাউন্টের বায়োতে এখনও তৃণমূল কংগ্রেসের মূল ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে ।

এআইটিসি অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে মূলত তৃণমূলের কর্মসূচি, গুরুত্বপূর্ণ সভা এবং প্রথম সারির নেতা-নেত্রীদের বক্তব্য প্রকাশিত হয়। হঠাৎ করেই অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন-নৌকাডুবিতে মৃত ৬০

২০২১ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল। ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করে বিটকয়েন নিয়ে দুটি ট্যুইটও করা হয়েছিল। যদিও পরে সেগুলি মুছে দেওয়া হয় কিন্তু সেই পোস্টের স্ক্রিনশটগুলি ভাইরাল হয়ে যায়।

Latest article