প্রতিবেদন: দেশের সেরা থানার স্বীকৃতি আদায়ের দৌড়ে এবার জলপাইগুড়ির নাগরাকাটা থানা। শুধু জলপাইগুড়িই নয়, উত্তরের মধ্যে একমাত্র এই থানাই এবার এই লড়াইয়ে রয়েছে। মঙ্গলবার নমিনেশন পাওয়া নাগরাকাটা থানা পরিদর্শন করেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। মঙ্গলবার অজয় নন্দা-র নেতৃত্বে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা থানায় এসে পরিকাঠামো-সহ আনুষঙ্গিক যাবতীয় বিষয় সরেজমিনে খতিয়ে দেখেন। জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত জানান, রাজ্যের আরও দু-তিনটি থানাতেও এই পরিদর্শন হবে। ফলাফল পরে জানা যাবে।
আরও পড়ুন-ক্ষুদ্রশিল্পের প্রসারে হিড়বাঁধে রাজ্যের ‘শিল্পের সমাধান’
এলাকার বাসিন্দারা বলছেন, নাগরাকাটা সেরা থানার মর্যাদা পেলে তা গোটা জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের গর্বের মুকুটে আরও একটি নতুন পালক যুক্ত করবে। এদিন অজয় নন্দার সঙ্গে ছিলেন অন্যান্য বিভাগের আধিকারিকেরা। সেরা থানার মর্যাদা প্রাপ্তির প্রতিযোগিতায় নাগরাকাটা এই প্রথম রয়েছে। অপরাধ দমন থেকে শুরু করে আদালতে অভিযুক্তের দোষ প্রমাণ করা, মানবিক কর্মসূচি, বাসিন্দাদের সঙ্গে সুসম্পর্ক, শিশু ও মহিলা সুরক্ষায় কাজকর্ম ইত্যাদি নানা ক্যাটেগরিতে নাগরাকাটা থানার ট্র্যাক রেকর্ড যথেষ্ট উজ্জ্বল। এদিন পুলিশ সুপারের সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ, নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার-সহ আরও অনেকে। পর পর পুলিশের সাফল্য এবং নানাবিধ কর্মসূচির কারণেই সাফল্য আসতে চলেছে নাগরাকাটা থানার।