প্রতিবেদন : এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র প্রাথমিক পর্বে তুর্কমেনিস্তানের অল্টিন আসিরের বিরুদ্ধে হারের হতাশা ভুলে ডুরান্ড কাপের ডার্বিতে (Derby) চোখ ইস্টবেঙ্গলের। চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে বিদায় নিতে হলেও লাল-হলুদ শিবিরে স্বস্তি, এএফসি-র মঞ্চ থেকে ছিটকে যেতে হচ্ছে না তাদের। এএফসি চ্যালেঞ্জ লিগে থাকছে দল। কোচ কার্লেস কুয়াদ্রাত এএফসি ম্যাচের আগেই পরোক্ষে বুঝিয়ে দিয়েছিলেন, তাঁর কাছে রবিবাসরীয় ডার্বির গুরুত্ব অনেক বেশি। এবার মোহনবাগানের সঙ্গে সমানে সমানে পাল্লা দেওয়ার মতো দল গড়েছেন লাল-হলুদ কর্তারা। আনোয়ার আলিকে চিরপ্রতিদ্বন্দ্বীর ডেরা থেকে ছিনিয়ে নিয়ে দলবদলের বাজারে সেরা চমক দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। ডার্বির আগে মশালবাহিনী মাঠের বাইরের ডার্বি জিতলেও আসল লড়াই এবার মাঠে।
আরও পড়ুন-মেয়র-সিপিকে আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
তাল ঠুকছে মোহনবাগানও। কলকাতা লিগে ডেভেলপমেন্ট টিম নিয়ে মরশুমের প্রথম ডার্বি (Derby) হারলেও সবুজ-মেরুন শিবিরে আসল কলকাতা ক্লাসিকো রবিবারই। তবু দুটো দলই মেগা ম্যাচের আগে খুব একটা স্বস্তিতে নেই। মোহনবাগানের নতুন রিক্রুট অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেন কাঁধের চোটে ভুগছেন। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিন মাঠে এলেও জিম, সাইক্লিং করেছেন। ডার্বির আগে দু’দিন জেমিকে দেখে সিদ্ধান্ত নেবেন কোচ জোসে মোলিনা। অন্যদিকে, এএফসি ম্যাচে দলের ছন্নছাড়া রক্ষণ ভাবাচ্ছে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতকে। ভিসা জট কাটিয়ে এখনও শহরে এসে পৌঁছতে পারেননি বাগানের বাতিল স্প্যানিশ সেন্টার ব্যাক হেক্টর ইয়ুস্তে। অল্টিনের বিরুদ্ধে বোঝা গিয়েছে, হিজাজি মাহের পুরো ফিট নন। আনোয়ার আলিকে ডুরান্ড কাপের জন্য রেজিস্ট্রেশন করানো হলেও বিতর্কিত সইয়ের পর তাঁকে ডার্বিতে খেলানো নিয়ে ধন্দে রয়েছে ম্যানেজমেন্ট। শুক্রবার আনোয়ার অনুশীলনে নামবেন দলের সঙ্গে। দু’দিন তাঁর ফিটনেস দেখে সিদ্ধান্ত নেবেন কুয়াদ্রাত। এদিকে, ডার্বির টিকিট বন্টন নিয়ে জট কেটেছে। ডুরান্ড কমিটি অফলাইন টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আজ শুক্রবার থেকে দুই প্রধানে কাউন্টার থেকে টিকিট বিক্রি হবে।