প্রতিবেদন : শেষ পর্বে ওগবেচের গোল। এই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিল। হায়দরাবাদের বিরুদ্ধে ০-১ গোলে হেরে গেল মোহনবাগান। এই নিয়ে টানা তিন ম্যাচে জয় অধরা জুয়ান ফেরান্দোর দলের। টানা ব্যর্থতায় চাপ ক্রমশ বাড়ছে জুয়ানের উপর।
চোটের জন্য বুমোস, কার্ল ম্যাকহিউ ছিলেন না। কার্ড সমস্যার জন্য ছিলেন না শুভাশিস বসুও। তাই লিগ টেবিলের দুই নম্বরে থাকা শক্তিশালী হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে কিছুটা ব্যাকফুটে ছিল মোহনবাগান।
আরও পড়ুন-ইডেনে বদলার রঞ্জি ফাইনাল ঘিরে চড়ছে পারদ, একপেশে ম্যাচে আমরাই জিতব, হুঙ্কার মনোজের
তবে ম্যাচে শুরু থেকেই আক্রমণের চেষ্টা করে সবুজ-মেরুন। ১৩ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের শট দক্ষতার সঙ্গে সেভ করে দেন হায়দরাবাদের গোলরক্ষক। ম্যাচের ৪১ মিনিটে আশিস রাইও একটি গোলের সহজ সুযোগ নষ্ট করেন। প্রথমার্ধে আক্রমণ শানালেও হায়দরাবাদের গোলের মুখ খুলতে ব্যর্থ হয়েছেন বাগানের ফুটবলাররা। তবে এদিনের খেলায় বুমোসের অভাব টের পাওয়া গিয়েছে। মাঝমাঠে বল ধরে খেলার মতো লোক ছিল না। সেইসঙ্গে মাঝে মধ্যে মিস পাসও হয়েছে। বিরতির সময় ম্যাচের ফল গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই সবুজ-মেরুনের রক্ষণে হানা দিয়ে গোল দেওয়ার চেষ্টা করে হায়দরাবাদ। কিন্তু বাগানের রক্ষণ সেই যাত্রায় ধাক্কা সামলে দেয়। সেইসঙ্গে ম্যাচের রাশ ধরার চেষ্টা করে মোহনবাগান।
আরও পড়ুন-দিনের কবিতা
ম্যাচের ৭৬ মিনিটে আশিস আরও গোলের সুযোগ পান। তাঁর নেওয়া ডান পায়ের শট বক্সের ওপর দিয়ে চলে যায়। গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে কিয়ানকে নামান ফেরান্দো। কিন্তু কিয়ানও ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধে শেষ পর্বে ঘরের মাঠে বাগানকে চাপে রাখার চেষ্টা করে হায়দরাবাদ। সফল হয় তারা। ম্যাচের ৮৬ মিনিটে বার্তোলোমিউ ওগবেচে গোল করে হায়দরাবাদকে এগিয়ে দেন। শেষ পর্বে গোল খাওয়ার পরে আর ম্যাচে ফিরতে পারেনি মোহনবাগান।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…