রাঙাপানি এলাকায় লাইনচ্যুত তেলবোঝাই মালগাড়ি

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার ঠিক দেড় মাসের মধ্যে ফাঁসিদেওয়ার রাঙাপানিতে (Rangapani) একটি মালগাড়ি (goods train) লাইনচ্যুত হল।

Must read

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার ঠিক দেড় মাসের মধ্যে ফাঁসিদেওয়ার রাঙাপানিতে (Rangapani) একটি মালগাড়ি (goods train) লাইনচ্যুত হল। সূত্রের খবর, দুটি ওয়াগন রেললাইন থেকে নীচে নেমে যায়। যদিও এই দুর্ঘটনায় হতাহতের খবর নেই। তবে ঘটনার পর থেকে ওই লাইনে ট্রেন পরিষেবা বন্ধ করা হয়েছে। আজ, বুধবার সকালে তেলবোঝাই একটি মালগাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনের থেকে কিছুটা দূরে রাঙাপানি এলাকায় লাইনচ্যুত হয়।

আরও পড়ুন-হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানে বাড়িতে ঢুকে খু.ন

প্রসঙ্গত, ঠিক দেড় মাস আগে একই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। রেলের তরফে জানানো হয়েছে মালগাড়িটিকে সরিয়ে রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে। ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। জুনের ঘটনা এখনও স্মৃতিতে তরতাজা। ১৭ জুন, আগরতলা থেকে শিয়ালদহে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে হঠাৎ ওই ট্রেনটিকে পিছন দিক থেকে একটি মালগাড়ি ধাক্কা মারে। এর ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চারটি কামরা লাইনচ্যুত হয়। ১০ জনের মৃত্যু হয় ওই ঘটনায়। মৃতদের মধ্যে ছিলেন মালগাড়ির চালকও। আহত হয়েছিলেন ৪১ জনের বেশি। অভিযোগ ওঠে মালগাড়ির চালক সিগন্যাল মানেননি। যদিও রেলকর্মীরা জানান, যে কাগজ রাঙাপানি স্টেশনের স্টেশনমাস্টার দেন মালগাড়ির চালককে, সেখানে গতিবেগ নিয়ন্ত্রণের কথা উল্লেখ করা হয় নি। অন্যদিকে গতকাল, অর্থাৎ মঙ্গলবার ভোর পৌনে ৪টে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। বেলাইন হয়ে যায় ট্রেনের ১৮টি কামরা। দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ২০ জন যাত্রী। সবমিলিয়ে রেখে যাত্রীদের ও রেলকর্মীদের সুরক্ষা যে একেবারেই তলানিতে সেই বিষয়ে সন্দেহ নেই।

Latest article