তেলেই বিপুল আয় কেন্দ্রের

জহর সরকারের লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী সরকারের বিপুল আয়ের কথা স্বীকার করে নেন।

Must read

নয়াদিল্লি : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে যখন জনজীবন বিপর্যস্ত তখন তেল থেকে বিপুল পরিমাণ লাভ করেছে মোদি সরকার। অবশেষে সংসদে কেন্দ্রীয় সরকার স্বীকার করে নিল, গত চার বছরে জ্বালানি তেলের উপর কর, শুল্ক এবং অন্যান্য চার্জ বাবদ ১৬.৩০ লক্ষ কোটি টাকা লাভ হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকারের লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী সরকারের বিপুল আয়ের কথা স্বীকার করে নেন।

আরও পড়ুন-সাংবাদিক নিগ্রহের তথ্য নেই কেন্দ্রের কাছে!

জহর সরকার লিখিত প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছিলেন, ভারত সরকার চলতি বছর সহ গত চার বছরে তেলের উপর কর, শুল্ক এবং অন্যান্য চার্জ মিলিয়ে প্রতি বছর কত আয় করেছে? তিনি আরও জানতে চান, গত পাঁচ বছরে আমদানি করা ক্রুড অয়েলের ব্যারেল প্রতি দাম কত এবং সেই অনুযায়ী রাজধানী দিল্লিতে গত পাঁচ বছরে পেট্রোল এবং ডিজেলের দাম কত হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই স্বীকারোক্তির পরই জহর সরকারের কটাক্ষ, এই বিরাট পরিমাণ অর্থ বার্ষিক আয়কর বা জিএসটি বাবদ হওয়া আয়ের চেয়েও বেশি। কেন্দ্রের আমদানি করা তেলের উচ্চ খরচ মুদ্রাস্ফীতিকেও বাড়িয়ে দিয়েছে। এরপরেও কীভাবে নিজেদের দায় এড়িয়ে মোদি সরকার মুদ্রাস্ফীতির জন্য রাজ্যগুলিকে দায়ী করতে পারে?

Latest article