তেলের দামে আগুন, প্রতিবাদে পথে যুব তৃণমূল

শনিবার এই প্রচার ও প্রতিবাদ পর্বে নেতা-নেত্রীদের সকলেই ইন্ডিয়া’স বিগেস্ট পাপ্পু লেখা টি-শার্ট পরেছিলেন। ছিল নানা ধরনের ব্যানার-পোস্টার।

Must read

প্রতিবেদন : পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার রাজ্য জুড়ে প্রতিবাদে নামল তৃণমূল যুব কংগ্রেস। জেলা থেকে কলকাতা, সব জায়গাতেই একাধিক পেট্রোল পাম্প সহ নানা জায়গায় প্রতিবাদ-প্রচার-মিছিল করেন যুব তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। এদিন কলকাতার হাজরা মোড়ের একটি পেট্রোল পাম্পে যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ ও দক্ষিণ কলকাতার যুব তৃণমূলের সভাপতি সার্থক বন্দোপাধ্যায় সহ দলীয় কর্মীরা একযোগে প্রচারে শামিল হন। পেট্রোল পাম্পে তেল ভরতে আসা সাধারণ মানুষের কাছে গিয়ে তাঁদের তেলের দাম বৃদ্ধি সহ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিগুলি তুলে ধরেন। উত্তর কলকাতার বিটি রোডের গুজরাল পেট্রোল পাম্পেও একই কায়দায় প্রচার-প্রতিবাদ করেন সায়নী। এখানে সঙ্গে ছিলেন উত্তর কলকাতার যুব তৃণমূল সভাপতি শান্তি কুণ্ডু সহ দলীয় কাউন্সিলররা।

আরও পড়ুন-উৎসব সংখ্যার প্রকাশ

শনিবার এই প্রচার ও প্রতিবাদ পর্বে নেতা-নেত্রীদের সকলেই ইন্ডিয়া’স বিগেস্ট পাপ্পু লেখা টি-শার্ট পরেছিলেন। ছিল নানা ধরনের ব্যানার-পোস্টার। কয়েকদিন আগে সিজিও কমপ্লেক্স থেকে ইডির জেরার মুখোমুখি হয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সব থেকে বড় পাপ্পু বলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই বাংলা সহ গোটা দেশ জুড়ে এই প্রচার আরও তীব্র করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রী- কর্মী-সমর্থকরা। শনিবার থেকে এই প্রচার-প্রতিবাদ আরও তীব্র আকারে শুরু করল দল। শারদোৎসবের পর লাগাতার আন্দোলন চলবে এ নিয়ে।

Latest article