ফিরবে পুরনো চাকরি, ২৫ অক্টোবর কাউন্সেলিং

Must read

প্রতিবেদন: ২০১৬ সালের বাতিল প্যানেলের আনটেন্টেড চাকরিহারাদের মধ্যে যারা আগে সরকারি স্কুলে চাকরি করতেন চাইলে তাঁরা পুরনো চাকরিতে যোগ দিতে পারে। এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। এবার এই ধরনের চাকরিহারাদের ফের পুরনো কাজে ফেরানোর তোড়জোড় শুরু করল বিকাশ ভবন (bikash bhavan)। শিক্ষা দফতর সূত্রে খবর, ৫৪৬ জনকে যাবতীয় নথি নিয়ে স্কুল সার্ভিস কমিশনের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। আগামী ২৫ অক্টোবর কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে তাঁদের। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ৫৪৬ জনকে যাবতীয় প্রয়োজনীয় নথি নিয়ে আসতে বলা হয়েছে। এরপর সেই নথি খতিয়ে দেখে দ্রুততার সঙ্গে তাদের পুনরায় নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন-২০২৬-এ মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী পদে ফিরছেন : কাকলি

চেয়ারম্যান আরও জানান, এই সমস্ত শিক্ষকরা যে আবার নিজেদের পুরনো স্কুলেই ফিরে যেতে পারবেন তেমনটা নয়। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে জেলায় যেমন জায়গা ফাঁকা থাকবে সেই অনুযায়ী নিয়োগ করা হবে তাঁদের। এতে সেই শিক্ষকরা নিজেদের জেলার স্কুল নাও হতে পারেন। এদিকে ৫৪৬ জন সংখ্যাটা যেহেতু কম নয় তাই খানিকটা সময় লাগলেও যত দ্রুত সম্ভব এসএসসি এই বিষয়টির সেরে ফেলতে চাইছে।
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর থেকে ১১৯, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, কোচবিহার ও কলকাতা মিলিয়ে ১৩০ জনকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, পুরুলিয়া, হাওড়া ও দক্ষিণ দিনাজপুর মিলিয়ে মোট ৭৮ জন, পশ্চিম বর্ধমান, শিলিগুড়ি, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, মালদা, পূর্ব বর্ধমান থেকে ১১৪ জনকে ডাকা হয়েছে। মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, বীরভূম ‌ও উত্তর দিনাজপুর মিলিয়ে ১০৫ জনকে ডাকা হয়েছে।

Latest article