নয়াদিল্লি, ২৯ মে : সদ্য পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে বিশ্বের এক নম্বর খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নীরজ চোপড়া (Neeraj chopra)। কথা ছিল, আগামী ৪ জুন নেদারল্যান্ডসে ফ্যানি ব্ল্যাকার্স-কোয়েন গেমসে অংশ নেবেন নীরজ। কিন্তু অনুশীলনে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হলেন।
সোমবার নীরজ ট্যুইট করেছেন, ‘‘দুর্ভাগ্যজনক হলেও, চোট-আঘাত একজন ক্রীড়াবিদের জীবনের অংশ। সম্প্রতি ট্রেনিং চলাকালীন কাঁধের পেশিতে টান লেগেছিল। মেডিক্যাল টেস্টের পর জানা গিয়েছে, কয়েকটা দিন বিশ্রাম নিতে হবে। নইলে এই চোট ভবিষ্যতে সমস্যায় ফেলতে পারে। তাই আমি এবং আমার কোচিং টিম ঠিক করেছি, ফ্যানি ব্ল্যাকার্স-কোয়েন গেমসে অংশ নেব না। আশা করছি, জুনেই ফের ট্র্যাকে ফিরব।’’ দোহা ডায়মন্ড লিগে সোনা জিতে মরশুম শুরু করেছেন নীরজ (Neeraj chopra)। সবকিছু ঠিক থাকলে, আগামী ১৩ জুন ফিনল্যান্ডে পাভো নুরমি গেমসের ট্র্যাকে ফের জ্যাভলিন হাতে তাঁকে দেখা যাবে।
আরও পড়ুন- কুস্তিগিরদের গুলি করার হুমকি দিলেন প্রাক্তন আইপিএস