প্রয়াত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালা (Om Prakash Chautala)। শুক্রবার গুরুগ্রামে তাঁর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৯ বছর।
আজ সকালে গুরুগ্রামে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি (Om Prakash Chautala)। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের (আইএনএলডি) নেতা তথা হরিয়ানার জাঠ রাজনীতিকে জাতীয় স্তরে তুলে আনার অন্যতম মহীরুহ ছিলেন তিনি।
আরও পড়ুন- বাবাসাহেবকে অপমান করাটা বিজেপির স্বাভাবিক প্রবৃত্তি
চৌটালার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ শোকজ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নায়েব সাইনি। হরিয়ানার সিরসা জেলার চৌটালা গ্রামে ১৯৩৫ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন ওম প্রকাশ চৌটালা ৷ চৌধুরি দেবীলাল হরিয়ানার মুখ্যমন্ত্রী ও দেশের উপ-প্রধানমন্ত্রী ছিলেন৷ বাড়ির রাজনৈতিক পরিবেশে তাঁর বেড়ে ওঠা ৷
বিধানসভা নির্বাচনে ৭ বার জয়ী হন চৌটালা ৷ সঙ্গে, ১৯৮৯ সাল থেকে ৪ বার মুখ্যমন্ত্রীও হন তিনি ৷ মৃত্যুর আগে পর্যন্ত সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০০৮ সালে জুনিয়র বেসিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হন চৌটালা।