আরও কম খরচে ওমিক্রন পরীক্ষা

দেশে ওমিক্রনের সংক্রমণ ক্রমশ বাড়ছে। এই উদ্বেগের মধ্যে মঙ্গলবার আশার কথা শোনাল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর।

Must read

প্রতিবেদন : দেশে ওমিক্রনের সংক্রমণ ক্রমশ বাড়ছে। এই উদ্বেগের মধ্যে মঙ্গলবার আশার কথা শোনাল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। ওমিক্রন ভাইরাস চিহ্নিত করতে এবার আসছে দেশীয় কিট। আইসিএমআর এদিন জানিয়েছে, দেশীয় পদ্ধতিতে টাটা মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক তৈরি করেছে ওমিক্রন পরীক্ষার টেস্ট কিট। টেস্ট কিটের নাম দেওয়া হয়েছে ‘ওমিসিউর’। এই টেস্ট কিটের মাধ্যমেই এবার করোনার নতুন ভ্যারিয়েন্টের পরীক্ষা হবে।

আরও পড়ুন-কোভিডের তৃতীয় ঢেউ শুরু ভারতে, মত কেন্দ্রীয় টিকা কমিটির প্রধানের

এখন আর জিনোম সিকোয়েন্সিং-এর উপর ভরসা করতে হবে না। তাছাড়াও জিনোম টেস্টের জন্য খরচ হত অনেক বেশি। টাটার বানানো এই কিট অত্যন্ত দ্রুত এবং কম খরচে ওমিক্রনের উপস্থিতির কথা জানাবে। বর্তমানে দেশে ওমিক্রন শনাক্ত করতে মার্কিন সংস্থা থার্মো ফিশারের তৈরি টেস্ট কিট ব্যবহার করা হচ্ছে।
সাধারণভাবে কোভিড ভাইরাসের ক্ষেত্রে যে তিনটি জিন শনাক্ত করা হয়, সেগুলি হল ই-জিন, এন-জিন ও এস-জিন। কিন্তু ওমিক্রন স্ট্রেনের ক্ষেত্রে থার্মো ফিশারের টেস্ট কিট ই-জিন ও এন-জিনকে শনাক্ত করতে পারলেও এস-জিনটিকে চিহ্নিত করতে পারছে না। টাটার তৈরি কিট তিনটি জিনকেই চিহ্নিত করতে পারবে।

Latest article