প্রতিবেদন : প্রায় দু’বছর দাপিয়ে বেড়ানোর পর করোনার সংক্রমণ অনেকটাই কমেছে। কিন্তু এখনও পর্যন্ত করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট (Omicron Variant) যথেষ্ট আতঙ্কে রেখেছে মানুষকে। কারণ ওমিক্রন অনেক বেশি সংক্রামক। কিন্তু ওমিক্রন নিয়ে আশার কথা শোনালেন গবেষকরা। তাঁদের দাবি, বুস্টার ডোজের তুলনায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ মানবদেহে অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।
আরও পড়ুন: এবার পিছু হঠছে রাশিয়া? খারকিভ উদ্ধারের দাবি ইউক্রেনের
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের (Washington University) একদল গবেষক ওমিক্রন সম্পর্কে এই নতুন তথ্য জানিয়েছেন। ওই গবেষক দলের ডিরেক্টর জন ওয়্যারি জানিয়েছেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ শরীরে যে রোগ প্রতিরোধ শক্তি গড়ে তোলে সেটা করোনার বুস্টার ডোজের থেকে কোনও অংশে কম নয়। বরং বলা যেতে পারে বুস্টার ডোজের চেয়েও মানব শরীরে অনেক বেশি অ্যান্টিবডি তৈরি করে ওমিক্রন ভ্যারিয়েন্ট (Omicron Variant)। স্বাভাবিকভাবেই যা রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। যাঁরা সদ্য ওমিক্রন আক্রান্ত হয়েছেন, তাঁদের প্রতি এক পরামর্শে ওয়্যারি জানিয়েছেন, আপাতত তাঁদের বুস্টার ডোজ নেওয়ার জন্য কিছুদিন অপেক্ষা করা উচিত। কারণ ওমিক্রনের সংক্রমণে তাঁদের শরীরে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাই সময় হলেও এখনই বুস্টার ডোজ নেওয়ার কোনও প্রয়োজন নেই। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলেছেন, ওমিক্রনের সংক্রমণ কার্যত একটি বুস্টার ডোজের সমান। সম্প্রতি কেউ ওমিক্রন আক্রান্ত হয়ে থাকলে তাঁকে বুস্টার ডোজ নেওয়ার ব্যাপারে তাড়াহুড়ো করতে হবে না। কারণ ওমিক্রন মানুষের শরীরে বিপুল অ্যান্টিবডি তৈরি করে।