প্রতিবেদন : পাঁচ রাজ্যের ভোটপর্ব মিটে যাওয়ার পর ফের বৈঠকে বসতে চলেছে বিরোধী দলগুলির জোট ‘ইন্ডিয়া’। ঠিক হয়েছে, ১৯ ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী জোটের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সর্বাত্মক বিজেপি বিরোধিতার নীতিতে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিরোধী জোট। গত কয়েকটি বৈঠকে বেশ কয়েকটি কমিটি গঠিত হলেও এখনও আসন সমঝোতা নিয়ে আলোচনার কথা প্রকাশ্যে আসেনি। সেই বিষয়েই এবারের বৈঠকে মূল আলোচনা।
আরও পড়ুন-বৈবাহিক ধ.র্ষণ নিয়ে নজিরবিহীন রায় এলাহাবাদ হাই কোর্টের
এর আগে পাটনা, মুম্বই এবং বেঙ্গালুরুতে ইন্ডিয়া জোটের বৈঠক হয়। তবে চতুর্থ বৈঠকের তারিখ নিয়ে জটিলতা দেখা দেয়। পরে ৬ ডিসেম্বর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৈঠকের কথা বললেও আগে থেকে সব দলের সঙ্গে কথা না হওয়ার কারণে সেই দিনটি চূড়ান্ত হয়নি। বৈঠকের বিষয়ে আগে থেকে জানানো হয়নি বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। যোগ দিতে পারবেন না বলে জানিয়ে দেন এম কে স্ট্যালিন, নীতীশ কুমার, অখিলেশ যাদব, হেমন্ত সোরেনও। এরপরেই সেই বৈঠক স্থগিত করা হয়। বলা হয়, পরবর্তী বৈঠকের দিন পরে জানানো হবে। এরপর কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজেই ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনিও বলেন, দ্রুত হবে জোটের বৈঠক। শেষপর্যন্ত ঠিক হয়েছে, আগামী ১৯ ডিসেম্বর বেলা ২টো নাগাদ সেই চতুর্থ বৈঠকই হতে চলেছে। এই বৈঠকে যোগ দেওয়ার কথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী জোটের শীর্ষ নেতা-নেত্রীদের।
আরও পড়ুন-সাংবাদিক সৌম্যা বিশ্বনাথনের খু.নিদের যাব.জ্জীবনের কয়েকদিন পর প্রয়াত বাবা
লোকসভা ভোটে বিভিন্ন রাজ্যে জোট শরিকদের আসন সমঝোতাই এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে। একইসঙ্গে যৌথ ন্যূনতম কর্মসূচি নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, যেখানে যারা বিজেপিকে রুখতে সক্ষম সেই দলগুলিকেই দায়িত্ব দেওয়া উচিত। একই মত অখিলেশ যাদব ও অরবিন্দ কেজরিওয়ালের। ৭০ শতাংশ আসনে একের বিরুদ্ধে এক, এই নীতিতে প্রার্থী দিলে বিজেপি দাঁড়তে পারবে না বলে মত ইন্ডিয়ার শরিকদের।