কালো দিন বিধানসভা রক্তাক্ত, নাকে রক্তক্ষরণ নিয়ে পিজিতে ভর্তি অসিত

রক্তাক্ত বিধানসভা। স্মরণকালের মধ্যে এই দৃশ্য দেখেনি রাজ্য বিধানসভা। বিরোধীদের হাতে আক্রান্ত শাসকদলের একাধিক বিধায়ক।

Must read

প্রতিবেদন : রক্তাক্ত বিধানসভা। স্মরণকালের মধ্যে এই দৃশ্য দেখেনি রাজ্য বিধানসভা। বিরোধীদের হাতে আক্রান্ত শাসকদলের একাধিক বিধায়ক। কিল-চড়-ঘুসি, এমনকী লাথি পর্যন্ত মারা হয়েছে শাসকদলের বিধায়কদের। এককথায় বাজেট অধিবেশনের শেষ দিনে রাজ্য বিধানসভায় তাণ্ডব চালাল বিরোধী বিজেপি। যা কালো দিন হিসেবেই চিহ্নিত থাকবে।

আরও পড়ুন-পাহাড়কে নিয়ে নতুন গান লিখলেন দূর্বা

সোমবার বিজেপির হাতে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন প্রবীণ তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বিজেপির হামলায় গুরুতর জখম চুঁচুড়ার তৃণমূলের এই বিধায়ক। তাঁকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে ভর্তি করানো হয়েছে। অসিতবাবু জানিয়েছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁকে ঘুসি মেরে নাক ফাটিয়ে দিয়েছেন। বিধানসভায় বিজেপির তাণ্ডবের পর সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ হাকিম। সেই সময় দেখা যায়, অসিতবাবু কাঁদছেন। যন্ত্রণায় ছটফট করছেন।

আরও পড়ুন-কর্মনাশা বন্‌ধকে উপেক্ষা শহরের

তখন আর এক বিধায়ক নির্মল মাজি অ্যাম্বুল্যান্সে এসএসকেএমে নিয়ে যান। ইএনটি বিভাগীয় প্রধান ডাঃ অরুণাভ সেনগুপ্তের অধীনে অসিতবাবুকে ভর্তি করানো হয়েছে। পরে অরুণাভবাবু জানান, বিধায়কের নাকে চোট লেগেছে। নাগের ভিতরে এবং বাইরে রক্তক্ষরণও হয়েছে। আমরা চিকিৎসা শুরু করেছি। এছাড়া তিনি অভিযোগ করেছেন, তাঁকে তলপেটে লাথি মারা হয়েছে। সেজন্য পেটের ইউএসজি করা হবে। এছাড়া অসিতবাবুর কোমর্বিডিটি রয়েছে। এজন্য বিভিন্ন ডাক্তারদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আমরা গুরুত্ব দিয়েই তাঁর চিকিৎসা করছি। আপাতত তিনি স্থিতিশীল।

Latest article