অভিষেকের নির্দেশে ২৪ ঘন্টার মধ্যে হল অসুস্থ ব্যক্তির স্বাস্থ্যসাথী কার্ড, খুশি পরিবার

প্রসঙ্গত তৃণমূল কংগ্রেসের নবজোয়ার রাজনীতির ময়দানে নতুন জোয়ার তো বটেই। জোর কদমে রাজ্য জুড়ে চলছল তৃণমূলের নবজোয়ার কর্মসূচী।

Must read

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যখন বাঁকুড়া যাচ্ছিলেন, তখন একজন ব্যক্তি তাঁকে জানান যে তাঁর পরিবারের একজন সদস্য বর্তমানে দুর্গাপুর মিশন হাসপাতালে ভর্তি আছেন এবং চিকিৎসার জন্য আর্থিকভাবে লড়াই করছেন।

আরও পড়ুন-বাবার শেষকৃত্য সারলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা

এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে নির্দেশ জারি হয় প্রয়োজনীয় হস্তক্ষেপ গ্রহণ করার জন্য। স্বাস্থ্যসাথী কার্ড তৈরী করা যথাযোগ্য চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়। এর ঠিক ২৪ ঘন্টার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড তৈরী করা হয়েছিল এবং গতকাল (শুক্রবার) সেটি বিতরণ করা হয়। সেই ব্যক্তির থেকে সমস্যার কথা শোনার পর তিনি স্থানীয় নেতাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার জন্যও বলেন।

আরও পড়ুন-গভীর সমুদ্রে ভূমিকম্প, ফের জারি সুনামি সতর্কতা

প্রসঙ্গত তৃণমূল কংগ্রেসের নবজোয়ার রাজনীতির ময়দানে নতুন জোয়ার তো বটেই। জোর কদমে রাজ্য জুড়ে চলছল তৃণমূলের নবজোয়ার কর্মসূচী। ৬০দিনের কর্মসূচি নিয়ে রাজ্যজুড়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা শুনছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হয়ে উঠছেন মুশকিল আসান। প্রতিদিনই থাকছে অভিনব সমস্যা সমাধানের নিদর্শন।

Latest article