দুর্গাপুজোর মহাষ্টমীর সকাল থেকে বেলুড় মঠে (Belur Math) রীতি মেনে চলছে কুমারী পুজো (Kumari puja)। ষোড়শপচারে চলছে দেবীর বন্দনা। নিষ্ঠাভরে কুমীর পুজো চলছে বেলুড় মঠে। প্রথমে হয় দেবীর অঙ্গাভিষেক। এরপর দেবীকে ফুল ফল নিবেদন করা হয় । সন্ধ্যেবেলায় নির্ঘণ্ট মেনে চলবে সন্ধিপুজো। বেলুড় মঠের অন্যতম আকর্ষণ এই কুমারী পুজো দেখতে সকাল থেকেই ভিড় প্রচুর ভক্ত ও দর্শনার্থীদের।
আরও পড়ুন-মহাষ্টমীর সকালে ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি
দুর্গাপুজোর দিনগুলিতে প্রচুর মানুষ বেলুড় মঠে যান। অষ্টমীতে ভিড় অন্যদিনের তুলনায় বেশিই থাকে কারণ এদিনের মূল আকর্ষণ থাকে কুমারী পুজো। আশপাশের জেলাগুলি ছাড়াও ভিন রাজ্য থেকে অনেকে আসেন বেলুড় মঠে কুমারী পুজো দেখতে। এক কুমারীকে দেবী রূপে পুুজো করা হয় এই বিশেষ দিনে। আজ, অষ্টমীর ভোর থেকে শুরু হয়েছে দুর্গা পুজোর উপাচার। সকাল ৯টা থেকে শুরু হয়েছে বেলুড় মঠের কুমারী পুজো। আজ, সন্ধে সাড়ে সাতটা নাগাদ রয়েছে সন্ধিপুজো।