হোয়াইট হাউসের কাছে চলল গুলি (Washington_Shootout)। বৃহস্পতিবার ভোররাতে ডাউনটাউন এলাকায় এক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করলে গুলিবিদ্ধ হয় দুজন। দু’জনেই ন্যাশনাল গার্ড। এই ঘটনাইয় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। এলোপাথাড়ি গুলি (Washington_Shootout) চলাকালীন কয়েকটি বিকট শব্দ শোনা গিয়েছে। ঘটনার সময় ট্রাম্প ওয়াশিংটনে উপস্থিত ছিলেন না। তিনি ফ্লোরিডায় ছিলেন। ঘটনার কথা জেনে ক্ষুব্ধ ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, “যে পশু দুই ন্যাশনাল গার্ডসম্যানকে গুলি করেছে, সে গুরুতর জখম হলেও তাকে কঠোর মূল্য চোকাতে হবে। দুই ন্যাশনাল গার্ডসম্যান গুরুতর আহত হয়েছেন… ঈশ্বর আমাদের ন্যাশনাল গার্ড এবং আমাদের সমস্ত সামরিক ও আইন প্রয়োগকারী সংস্থার মঙ্গল করুন। ওঁরা সত্যিই মহান।”
আরও পড়ুন-হংকংয়ে সাতটি হাই-রাইজ অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৪
আহত দু’জন ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট ন্যাশনাল গার্ডের সদস্য। ঘটনার পরই ঘিরে ফেলা হয় গোটা এলাকা। আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, আমেরিকায় হিংসার কোনও জায়গা নেই।

