আগামী ২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, অন্যান্য বোর্ডের দশম ও দ্বাদশ এবং জয়েন্টের কৃতীদের এই সংবর্ধনা দেওয়া হবে সেদিন।
তবে, করোনা মহামারী আবহে এবার এই সংবর্ধনা অনুষ্ঠান হবে ভার্চুয়ালি। কৃতীরা নিজস্ব মহকুমা শাসকের অফিস থেকে শংসাপত্র এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দেওয়া উপহার গ্রহণ করবেন। সেখানেই অনলাইন অনুষ্ঠানে অংশও নিতে পারবেন তাঁরা।
আরও পড়ুন: শাক দিয়ে হাঙর ঢাকছে সিপিআই(এম)
এ বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম দশে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে। তাই অন্যান্য বছরগুলোর মতো প্রথম দশ নাকি এবার রীতি ভেঙে প্রথম তিনজনকে সংবর্ধনা দেওয়া হবে, তা অবশ্য এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।
প্রসঙ্গত, করোনার জন্য গতবারও ভার্চুয়ালি সংবর্ধনা দেওয়া হয়েছিল রাজ্যের তরফে।