৪৮ ঘণ্টায় খুনের কিনারা, রমেশ হত্যাকাণ্ডে ধৃত চার

ফের একবার নিজেদের দক্ষতা প্রমাণ করল রাজ্য পুলিশ। ৪৮ ঘণ্টার মধ্যেই রমেশ মুদালিয়া খুনে আরও চারজনকে গ্রেফতার করল চুঁচুড়া থানার পুলিশ।

Must read

প্রতিবেদন : ফের একবার নিজেদের দক্ষতা প্রমাণ করল রাজ্য পুলিশ। ৪৮ ঘণ্টার মধ্যেই রমেশ মুদালিয়া খুনে আরও চারজনকে গ্রেফতার করল চুঁচুড়া থানার পুলিশ। শুক্রবার বাড়ির পাশেই ফাঁকা জায়গা থেকে উদ্ধার হয়েছিল রমেশ মুদালিয়ার দেহ। সেই ঘটনায় মৃতের মায়ের অভিযোগের ভিত্তিতে মৃতের স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যেকেই জেরার মুখে খুনের কথা স্বীকার করেছে। পুলিশের ভূমিকার প্রশংসা করছেন এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন-ত্রিফলায় চাপে ইউনুস প্রশাসন

খুনের তদন্তে নেমে মৃতের স্ত্রী ভারতী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করে ওই চার জনের নাম উঠে আসে। এরপরেই পুলিশ শনিবার রাতে বিকাশ মোহালি, পরীক্ষিৎ সোম ওরফে বাপি, অভিষেক রাজভর ওরফে আশিস, প্রসেনজিৎ বিশ্বাস ওরফে বাবুকে গ্রেফতার করে। পুলিশের জেরার মুখে একসময় ভেঙে পড়ে খুনের কথা স্বীকার করে নেয় তারা। তবে আর কেউ ওই খুনের সঙ্গে জড়িত কিনা, মৃতের স্ত্রী ও শাশুড়ির সঙ্গে এই খুনের যোগ কতটা গভীরে? তারা দুজনেই কি এই খুনের পরিকল্পনা করেছিল? খুনের জন্য নিযুক্ত করা হয়েছিল ওই চারজনকে? খুনের সময় কি ওই দুই মহিলাও অকুস্থলে উপস্থিত ছিল? উঠছে এই ধরনের একাধিক প্রশ্ন।

Latest article