রাজকোট, ১৪ ফেব্রুয়ারি : বুধবারই প্রথম একাদশ জানিয়ে দিল ইংল্যান্ড শিবির। বাদ পড়েছেন অফস্পিনার শোয়েব বশির। তাঁর জায়গায় রাজকোটে খেলবেন পেসার মার্ক উড। ইংল্যান্ডের জন্য সুখবর, রেহান আহমেদের ভিসা সমস্যা কেটে গিয়েছে।
রাজকোটে শততম টেস্ট খেলতে নামছেন বেন স্টোকস। ইংল্যান্ডের ১৬তম ক্রিকেটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করতে চলেছেন তিনি। যদিও এই নিয়ে বাড়তি কোনও উচ্ছ্বাস নেই স্টোকসের। বরং তিনি জানাচ্ছেন, তাঁর কাছে শততম টেস্ট একটি সংখ্যা মাত্র, আলাদা কিছু নয়।
আরও পড়ুন-আজ হয়তো অভিষেক জুরেল, সরফরাজের
স্টোকসের বক্তব্য, ‘প্রত্যেকটি টেস্ট ম্যাচকে আমি সমান গুরুত্ব দিয়ে থাকি। যেমন পরের টেস্ট আমার কেরিয়ারের ১০১ নম্বর টেস্ট হতে চলেছে। আর আমি মনে করি, ৯৯ কিংবা ১০০ বা ১০১ কোনও ম্যাচই আলাদা নয়।’ তিনি আরও বলেছেন, ‘এই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। কিন্তু এখনই আমি খুব বেশি কিছু বলব না। কারণ কিছু শেষ হয়নি। তাই আবেগে ভাসতে চাই না।’ যোগ করেছেন, ‘আমি আগে পরিকল্পনা করি না, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিই। যেমন বোলিংয়ে গতি বাড়াতে শরীরকে এখনও তৈরি হতে হবে।’
সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিরাট কোহলি। স্টোকস বলছেন, ‘বিরাটের না খেলাটা দুর্ভাগ্যজনক। প্রত্যেকেই সেরা ক্রিকেটারদের মাঠে দেখতে যায়। বিরাট সেরাদের মধ্যে অন্যতম। আশা করি, ও খুব দ্রুত ফিরবে। তবে বিরাটের থাকা বা না থাকা নিয়ে আমাদের খেলায় প্রভাব পড়বে না।’