সংবাদদাতা, জলপাইগুড়ি : ২২ বছর বন্ধ থাকার পর ডুয়ার্সের তিনটি চা-বাগান খুলতে চলেছে আগামী মাসের ১১ তারিখেই। রেডব্যাঙ্ক, ধরণীপুর এবং সুরেন্দ্রনগর— এই তিনটি চা-বাগান খুলছে ওই দিন। শ্রমমন্ত্রী বেচারাম মান্নার উদ্যোগে এই চা-বাগানগুলি খুলছে বলে জানিয়েছেন শ্রম দফতরের অতিরিক্ত লেবার কমিশনার মহঃ রিজওয়ানুর।
আরও পড়ুন-ডেঙ্গু ঠেকাতে সচেতনতা
বৃহস্পতিবার শিলিগুড়ির দাগাপুরে অতিরিক্ত লেবার কমিশনারের দফতরে তৃণমূল চা-শ্রমিক সংগঠনের প্রতিনিধি, নতুন মালিকপক্ষ এবং শ্রম দফতরের আধিকারিকদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয়। সেখানেই বাগান খোলার সিন্ধান্ত হয়। এই তিনটি বাগান খোলাতে প্রায় ১৪০০ শ্রমিক পরিবারের মুখে হাসি ফুটল। এতদিন এঁরা কর্মহীন হয়ে ছিলেন। তাই বাগান খোলার খবরে খুশির হাওয়া শ্রমিক মহল্লায়। রেডব্যাঙ্ক এবং সুরেন্দ্রনগর বাগান চালাবে সুশীল টি নামে একটি কোম্পানি, ধরণীপুর চা-বাগান চালাবে ডুয়ার্সের গ্রিন টি নামে অন্য একটি কোম্পানি।
আরও পড়ুন-‘তৃণমূল কঠোর দল, পার্থকে রিলিজ করে দিয়েছি’ দলের অবস্থান স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
তিনটি বাগানের শ্রমিকদের বকেয়া টাকা, ওয়েজেস, গ্র্যাচুইটি মেটানোর পাশাপাশি শ্রমিকদের সন্তানদের জন্য স্কুলের বাসও দেবেন নতুন মালিকপক্ষ। তবে বকেয়া গ্র্যাচুইটি দেড় বছরের মধ্যেই মিটিয়ে দেবে মালিকপক্ষ। এদিন এই বৈঠকে শ্রমিকদের পক্ষ থেকে তৃণমূল চা-শ্রমিক সংগঠনের চেয়ারম্যান নকুল সোনার, সংগঠনের সাধারণ সম্পাদক পুলিন গোলদার-সহ সংগঠনের নেতা রাজু গুরুং, সঞ্জয় কুজুর প্রমুখ ছিলেন।