প্রতিবেদন : বাগুইআটি-কাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি যেন কোথাও না ঘটে তা নিশ্চিত করতে রাজ্য পুলিশের মহানির্দেশক মনোজ মালব্য সর্বস্তরের পুলিশ কর্মীদের নির্দেশ দিয়েছেন। বাগুইআটির দুই ছাত্র হত্যার ঘটনার প্রেক্ষিতে রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় ঘাটতি নিয়ে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করার পর পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে বৃহস্পতিবার তিনি বৈঠকে বসেন।
আরও পড়ুন-হৃদরোগে আক্রান্ত হয়ে মঞ্চেই মৃত্যু নৃত্যশিল্পীর
সব জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, আইজি-এডিজি, পুলিশ কমিশনারেটের কমিশনারদের উপস্থিতিতে এক ভার্চুয়াল সমন্বয়ে বৈঠকে তিনি ওই নির্দেশ দেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি পুলিশের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বাড়াতে তিনি আজ একাধিক নির্দেশ দিয়েছেন। পুলিশ সুপারদের থানা স্তরে নজরদারি বাড়াতে বলা হয়েছে। তাঁদের নিয়মিত থানা পরিদর্শনের পাশাপাশি ওসি, আইসি পদমর্যাদার আধিকারিকদের সঙ্গে সমন্বয় বৈঠকে বসার উপরে জোর দেওয়া হয়েছে।
আরও পড়ুন-পাইলট প্রকল্প হিসাবে ডিজিটাল মুদ্রা চালু করছে আরবিআই
থানায় জমা পড়া সমস্ত অভিযোগ গুরুত্ব সহকারে দেখতে রাজ্য পুলিশের মহানির্দেশক পুলিশকর্তাদের নির্দেশ দিয়েছেন। কোনও মামলা বিশেষ গুরুত্বপূর্ণ মনে হলে ওসি, আইসি পদমর্যাদার আধিকারিকদের তাঁর শীর্ষকর্তাদের কাছে অবিলম্বে রিপোর্ট করতেও তিনি নির্দেশ দেন। অন্যদিকে আসন্ন উৎসবের মরশুমে রাজ্যের সর্বত্র সাহায্যে শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারেও পুলিশকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সেদিকে নজর রাখতে হবে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…