সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে ঘাটালে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। মঙ্গলবার ঘাটালে (Ghatal) উপস্থিত হন জেলাশাসক খুরশেদ আলি কাদেরি। তিনি বন্যাকবলিত দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। বলেন, ঘাটালের বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ, স্বাস্থ্যশিবির, কমিউনিটি কিচেন পরিদর্শন করলাম। সঙ্গে ছিলেন মহকুমা শাসক।
আরও পড়ুন-পুজোয় ঢাকের বোলে বাংলা মাতাবেন বাঁকুড়ার ঢাকির দল
বর্তমানে বন্যাবিপর্যস্ত এলাকাগুলির বেশিরভাগ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। পাশাপাশি খড়গপুর মহকুমা শাসককে ডেবরায় ত্রাণসামগ্রী বিতরণের বিষয়ে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন তিনি। মেদিনীপুর সদর মহকুমা শাসককে কেশপুরে ত্রাণসামগ্রী বিতরণের বিষয়েও পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।