প্রতিবেদন : স্টুডেন্ট উইকের (Student Week) শেষ দিনে একাদশ শ্রেণির ৮ লক্ষ ৫০ পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা পৌঁছে দেওয়ার ঘোষণা করা হল। একইসঙ্গে এদিন জাতীয় স্তরের স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দেওয়া ১৯৭ জন পড়ুয়াকেও পুরস্কৃত করা হয়। এই প্রতিযোগিতায় এবার বাংলার স্থান সপ্তমে।
এদিনের সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে অনুষ্ঠান থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, স্টুডেন্ট উইক (Student Week) সমাপ্তি অনুষ্ঠানে শুধু খেলাধুলায় ভাল ফল করা ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা নয়, ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় একাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব বা মোবাইল কেনার টাকাও তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হচ্ছে । মোট ৮ লক্ষ ৫০ জন পড়ুয়াকে ট্যাব দিতে সরকারের খরচ হয়েছে ৮৫০ কোটি টাকা। এর মধ্যে কারিগরি শিক্ষার পড়ুয়া রয়েছে ৪০ হাজার জন।
জাতীয় স্তরের স্কুল প্রতিযোগিতায় ৪১টি বিভাগের মধ্যে বাংলার পড়ুয়ারা ২৯টি বিভাগে যোগ দিয়েছিল। তার মধ্যে ২৫ জন পড়ুয়া স্বর্ণপদক পেয়েছে। এছাড়াও মোট ২৭৭টি পদক জিতেছে রাজ্যের পড়ুয়ারা। জয়ীদের পদকের উপর ভিত্তি করে যথাক্রমে ১৫০০০, ১০০০০ ও ৭০০০ টাকা করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন-‘হাদি-কাণ্ডে ভারতকে দোষারোপ অন্যায়’

