ছটপুজো উপলক্ষে পুণ্যার্থীদের পাশে থেকে সবরকমের সাহায্য করতে হাওড়ায় যুব তৃণমূলের নেতা কৈলাশ মিশ্রর নেতৃত্বে কাজ শুরু করে দিলেন ‘অভিষেকের দূত’রা (Abhisheker Doot)। উৎসবের মরসুমে মানুষের পাশে থাকতে হাওড়ায় যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিষেকের দূত হিসেবে সবসময় রাস্তায় থাকছেন। হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্রর নেতৃত্বে বিধানসভাভিত্তিক ‘ডেডিকেটেড দল’ তৈরি করে দুর্গোৎসব থেকেই অভিষেকের দূত হিসেবে কাজ করছেন দলের যুবকর্মীরা। এবার ছটপুজোর আগে বুধবার থেকে জোরকদমে কাজ শুরু করে দিলেন অভিষেকের দূতরা।
আরও পড়ুন- বিশেষ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে জম্মু ও কাশ্মীর বিধানসভায় প্রস্তাব গ্রহণ
বালির রাসবাড়ি ঘাট, জগন্নাথ ঘাট, গোশালা ঘাট-সহ হাওড়ার সমস্ত ঘাটেই যুব তৃণমূলের কর্মীরা ‘অভিষেকের দূত’ হিসেবে হাজির থাকবেন। শিবির করে পুণ্যার্থীদের সবরকমের সাহায্য করবেন তাঁরা। তার আগে এদিন প্রশাসনের সঙ্গে বিভিন্ন ঘাট পরিস্কারের কাজে হাত লাগান তাঁরা। কীভাবে ‘অভিষেকের দূত’রা (Abhisheker Doot) কাজ করছেন তা দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বালির বিভিন্ন ঘাটে ঘুরে সরজমিনে খতিয়ে দেখেন কৈলাশ। তিনি জানান, ‘হাওড়ার প্রতিটি ঘাটেই পুণ্যার্থীদের সাহায্যের জন্য যুব তৃণমূলের কর্মীরা অভিষেকের দূত হিসেবে হাজির থাকবেন। বুধবার থেকেই হাওড়ার সর্বত্র কাজ শুরু হয়ে গিয়েছে। সবাই যাতে গঙ্গার প্রতিটি ঘটে নির্বিঘ্নে ছটপুজো করতে পারেন তার জন্য অভিষেকের দূত হিসেবে যুব তৃণমূলের কর্মীরা সবসময় নজর রাখবেন।’