গগনেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

Must read

জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সদস্য গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বঙ্গীয় ঘরানার চিত্র ও কার্টুনশিল্পী। ১৮৬৭ সালের ১৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। শুরু থেকেই গগনেন্দ্রনাথের ছবি বেঙ্গল স্কুল ঘরানার বাইরের ছিল। তিনি কিছুদিন ছবি আঁকা শিখেছিলেন হরিনারায়ণ বসুর কাছে। ১৯০৫ থেকে ১৯১০-এর মধ্যে চাইনিজ ইঙ্কে কাকের ছবি আঁকেন। বাঁশের পাতার ছবিও তিনি এঁকেছিলেন। জাপানি কালি-তুলি ছবির ব্যবহার করেছেন করেছেন তিনি তার ছবিগুলিতে।

আরও পড়ুন-পৃথিবীর কক্ষপথে হাজির ওঁরা চারজন

গগনেন্দ্রনাথের সাহিত্যচেতনার প্রমান রয়েছে ‘ভোঁদড় বাহাদুর’ নামে প্রকাশিত বইটিতে। সব মিলিয়ে তিনিও যে ঠাকুর বাড়ির অন্যতম শিল্পী ছিলেন সেই বিষয়ে সন্দেহ নেই। তার জন্মদিবসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।

Latest article