বঙ্গ

মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্ষার আগেই মেরামতি ২৬২ রাস্তার

সংবাদদাতা, হাওড়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিলেন বর্ষার আগেই যেন সমস্ত গ্রামীণ রাস্তা একেবারে ঝাঁ চকচকে করে দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই তড়িঘড়ি বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল কাজ। এবারের বর্ষার আগে হাওড়া পুর এলাকায় ছোট-বড় মিলিয়ে ২৬২টি রাস্তা তৈরি করল পুর কর্তৃপক্ষ। তৈরি হওয়া রাস্তাগুলির মোট দৈর্ঘ্য ৬১ কিমি ২৫০ মিটার। এর জন্য খরচ হয়েছে ৪১ কোটি ৪৭ লক্ষ টাক। এর মধ্যে পঞ্চাননতলা রোড, বেলিলিয়াস রোড-সহ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তাও তৈরি করা হয়েছে।

আরও পড়ুন-মহিলা পরিচালিত এমএসএমই নিয়ে শুরু হচ্ছে রাজ্যব্যাপী সমীক্ষা

অভিযোগ ছিল এই রাস্তাগুলিতে জমা জলের ফলে পিচের রাস্তা বারবার ভেঙে যাচ্ছিল। সেই রাস্তাগুলিকে কংক্রিটের করা হয়েছে। এর পাশাপাশি এখনও কিছু রাস্তা তৈরির কাজ চলছে কয়েকটি এলাকায়। প্রায় ৭ কোটি টাকা খরচ করে ওইসব রাস্তার কাজ ১ মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এর মধ্যে নেতাজি সুভাষ রোড, মহেন্দ্র ভট্টাচার্য রোড-সহ একাধিক রাস্তার মেরামতির কাজ চলছে বলে জানিয়েছেন হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। তিনি বলেন, গত ১০ মাসে ২৬২টি রাস্তা তৈরির কাজ শেষ করা হয়েছে। এর জন্য ৪১ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে পুরসভার সংযুক্ত এলাকা হিসেবে পরিচিত ৪৫ থেকে ৫০ নম্বর ওয়ার্ডে ২২ কোটি টাকা ব্যয়ে ৩০ কিমি দীর্ঘ মোট ১০৭টি রাস্তা তৈরি করা হয়েছে। এছাড়াও কিছু রাস্তার কাজ চলছে। সেগুলি এক মাসের মধ্যে শেষ হবে। ডাঃ সুজয় চক্রবর্তী আরও জানান, এর পাশাপাশি বেশ কিছু নতুন রাস্তা তৈরি করা হবে। সেগুলি তৈরির জন্য ২২ কোটি ৭৮ লক্ষ টাকা খরচ করা হবে। এতে ৩৫ কিলোমিটার রাস্তা তৈরি হবে। এর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক কাজকর্ম শেষ করা হয়েছে। পুজোর পর এই রাস্তাগুলি তৈরির কাজ শুরু হবে। এর মধ্যে ৪৬ নম্বর ওয়ার্ডের মোল্লা পাড়ার একটি বড় রাস্তা রয়েছে। সাংসদ ও বিধায়কদের এলাকা উন্নয়ন তহবিল এবং রাজ্য সরকারের পুর দফতরের আর্থিক বরাদ্দে এইসব রাস্তাগুলি তৈরি হচ্ছে। পুর প্রশাসক জানান, এরফলে বর্ষা ও পুজোয় কোনও সমস্যা হবে না।

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

38 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

46 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago