দ্বিতীয় দিনেই জমজমাট চলচ্চিত্র উৎসব

Must read

প্রতিবেদন : বুধবার, ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2023) দ্বিতীয় দিন। জমজমাট ছিল নন্দন চত্বর। জন্মশতবর্ষ উপলক্ষে দুই ব্যক্তিত্বকে নিয়ে দুটি প্রদর্শনীর উদ্বোধন হয়। গগনেন্দ্র প্রদর্শশালায় দেবানন্দের উপর প্রদর্শনীর উদ্বোধন করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নন্দনে মৃণাল সেনের উপর প্রদর্শনীর উদ্বোধন করেন রঞ্জিত মল্লিক, গৌতম ঘোষ, মমতাশঙ্কর, অঞ্জন দত্ত। ছিলেন সুদেষ্ণা রায় সহ অনেকেই। ঘুরে দেখেন বহু মানুষ। একতারা মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় সিনে-আড্ডা। বিষয় ‍‘পাশ্চাত্য ভাবনাই কি বাংলা সিনেমার অনুপ্রেরণা?’ সঞ্চালনা করেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, অস্বীকার করার উপায় নেই পাশ্চাত্য আমাদের অভিভাবকের মতো। এর প্রভাব আমরা কোনওভাবেই অস্বীকার করতে পারব না। সৃজিত মুখোপাধ্যায় বলেন, প্রযুক্তির ব্যাপারে আমরা পাশ্চাত্যের কাছে ঋণী। তাঁর মতে, সত্যজিৎ রায়ের গল্প বলার ধরনে প্রাচ্য ও পাশ্চাত্যের মিশেল রয়েছে। এই প্রসঙ্গে তিনি ‍‘পথের পাঁচালী’র উদাহরণ দেন। বীরসা দাশগুপ্ত স্বীকার করে নেন বাংলা ছবিতে পাশ্চাত্য প্রভাবের কথা। বলেন নিজের কাজের কথাও। একই কথার সুর শোনা যায় মৈনাক ভৌমিকের কণ্ঠেও। প্রভাত রায়, হরনাথ চক্রবর্তী বরাবর নিজেদের মতো ছবি করেছেন। যেখানে প্রাচ্যের প্রভাব বেশি। তবে তাঁরাও মনে করেন পাশ্চাত্য প্রভাবের অনুপ্রেরণা রয়েছে বাংলা ছবিতে। সবাইকে বরণ করে নেন স্বরূপ বিশ্বাস। আড্ডাটি উপভোগ্য হয়ে ওঠে। উৎসব প্রাঙ্গণে ঘুরতে দেখা যায় দেশ-বিদেশের বহু চলচ্চিত্র (KIFF 2023) ব্যক্তিত্বকে। উৎসাহীরা তাঁদের সঙ্গে আলাপ জমান। কেউ কেউ সেলফিও তোলেন। বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রায় প্রতিটি শো ছিল হাউসফুল। নন্দন-১ প্রেক্ষাগৃহে মৃণাল সেন স্মরণে প্রদর্শিত হয় ‍‘আকালের সন্ধানে’। সিনেমা ইন্টারন্যাশনাল বিভাগে প্রদর্শিত হয় ‍‘মি ক্যাপটেন’। দেখানো হয় অস্ট্রেলিয়ার ছবি ‍‘দ্য সারভাইভাল অফ কাইন্ডনেস’।

আরও পড়ুন- পাল্টিবাজ গিরিরাজ চাপে পড়ে গিলছেন নিজের কথাই, তীব্র কটাক্ষ সুদীপের

Latest article