বিরাটদের পিছনে ফেলে বিগ ব্যাশে উন্মুক্ত চাঁদ

Must read

মেলবোর্ন : ভারতের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলবেন উন্মুক্ত চাঁদ। বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো তারকারা যা পারেননি, সেটাই করে দেখালেন অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। বৃহস্পতিবার তিনি বিগ ব্যাশের অন্যতম দল মেলবোর্ন রেনেগেডসে সই করেছেন।

আরও পড়ুন-জয় কালী কলকাত্তাওয়ালি

প্রসঙ্গত, ২০১২ সালে উন্মুক্তের নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর ইন্ডিয়া এ দলেরও অধিনায়কত্ব করেছেন তিনি। একটা সময় দেশের অন্যতম সেরা ব্যাটিং প্রতিভা হিসেবে চিহ্নিত হতেন দিল্লির ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু সিনিয়র জাতীয় দলের দরজা খুলতে পারেননি। একটা সময় আইপিএলে দিল্লি ডেয়ারডেবিলস, মুম্বই ই্ন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছিলেন উন্মুক্ত। কিন্তু ধীরে ধীরে হারিয়ে যান।

আরও পড়ুন-কথিত আছে, কুরুক্ষেত্রের এই শক্তিপীঠে আরাধনা করেছিলেন পঞ্চপাণ্ডব

চলতি বছরের আগস্টে হঠাৎ করেই ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন উন্মুক্ত। এর ফলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর খেলতে কোনও বাঁধা ছিল না। প্রথমে মার্কিন ক্রিকেট লিগে খেলার পর এবার বিগ ব্যাশের আসরে পা রাখতে চলেছেন তিনি।
এক বিবৃতিতে উন্মুক্ত এদিন জানিয়েছেন, ‘‘বিগ ব্যাশে যোগ দিতে পেরে আমি উত্তেজিত। আমার কাছে এটা দুর্দান্ত এক সুযোগ। আমি বরাবরই বিগ ব্যাশের খেলা টিভির পর্দায় দেখেছি। এবার দ্রুত দলের সঙ্গে যোগ দিতে মুখিয়ে রয়েছি। সবচেয়ে বড় কথা, এই প্রথমবার আমি মেলবোর্নে পা রাখব।’’

Latest article