বছর শেষ হতে আর মাত্র কয়েকটা দিন। এর মধ্যেই এল সুখবর। এবারে বাড়ল না ঋণের বোঝা। ফের একবার রেপো রেট (Repo rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)। এই নিয়ে টানা ১১ বার রেপো রেটে পরিবর্তন আনল না রিজার্ভ ব্যাঙ্ক। এবারেও রেপো রেট ৬.৫ শতাংশেই ধার্য রাখা হল। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস রেপো রেট অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করেন। তিনদিনের মনিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার প্রস্তাবে ৬ সদস্যের মধ্যে ৪:২ অনুপাতে ভোট হয়।
আরও পড়ুন-বিলুপ্তপ্রায় প্রাণীদের রক্ষায় নয়া উদ্যোগ রাজ্য সরকারের
রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে অন্যান্য ব্যাঙ্ককে ঋণ দেয়, সেটি হল রোপো রেট। উল্টোদিকে যে সুদের হারে অন্য ব্যাঙ্ক থেকে ঋণ নেয় রিজার্ভ ব্যাঙ্ক, তাকে রিভার্স রেপো রেট বলা হয়। রেপো রেট অপরিবর্তিত থাকার ফলে সাধারণ মানুষের উপরে ঋণের বোঝা আলাদা করে কিছু হবে না। তবে এবার রেপো রেট কমার আশা করেছিল অনেকেই। রেপো রেট কমলে মধ্যবিত্তের জন্য সেটা ভাল হত কারণ এর ফলে বাড়ি-গাড়ির ঋণে সুদের হার কিছুটা কমত।
আরও পড়ুন-পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হল রোটাং পাস
উল্লেখ্য, ২০২২ সালের মে মাস থেকে আরবিআই টানা ছয়বার রেপো রেট ২৫০ বেসিস পয়েন্ট করে বাড়িয়েছিল। ২০২৩ সালের এপ্রিল মাস থেকে অপরিবর্তিত রেখেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এই অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে প্রবৃদ্ধির হার জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের তুলনায় ৭.৩ শতাংশ থেকে কমিয়ে এমপিসি ৬.৬ শতাংশ রেখেছে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর মূল্যবৃদ্ধি নিয়ে এদিন জানান খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি জানুয়ারি-মার্চ থেকে কিছুটা হলেও কমতে পারে।