প্রধানমন্ত্রীর বাসভবনের কাছেই বস্তি উচ্ছেদের চক্রান্ত বিজেপির

আবার রাজধানীতে গরিব মানুষকে আশ্রয়চ্যুত করার চক্রান্তে নামল বিজেপি। অথচ ভোটের আগে তাঁদেরই স্থায়ী বাসস্থানের স্বপ্ন দেখিয়েছিল গেরুয়া দল।

Must read

নয়াদিল্লি: আবার রাজধানীতে গরিব মানুষকে আশ্রয়চ্যুত করার চক্রান্তে নামল বিজেপি। অথচ ভোটের আগে তাঁদেরই স্থায়ী বাসস্থানের স্বপ্ন দেখিয়েছিল গেরুয়া দল। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসস্থানের এলাকা লোক কল্যাণ মার্গের খুব কাছে ভাই রাম, মসজিদ ক্যাম্প এবং ডিআইডি ক্যাম্প নামের তিনটি বস্তি উচ্ছেদের জন্য এবার উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক৷

আরও পড়ুন-নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায়

এই তিনটি বস্তি মিলিয়ে বসবাস করেন কয়েক শো পরিবারের সদস্যরা৷ দু দশকেরও বেশি সময় ধরে এই লোকেরা এখানে বসবাস করেন৷ এরা একেবারেই স্বচ্ছল পরিবারের সদস্য নন৷ প্রতিদিন দারিদ্রের সঙ্গে লড়াই করেই বাঁচতে হয় তাঁদের৷ এই সব পরিবারের লোকেদের এখন উচ্ছেদ করতে চাইছে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক৷ এই কারণে বস্তিবাসীদের দেওয়া হয়েছে উচ্ছেদের নোটিশ৷ দু সপ্তাহের মধ্যে তাঁদের এলাকা খালি করতে বলা হয়েছে৷ উচ্ছেদের নোটিশে কেন্দ্রীয় মন্ত্রক দাবি করেছে যে এই তিনটি বস্তির বাসিন্দারা সরকারি জমি জবরদখল করে আছেন৷ বস্তিবাসীদের প্রশ্ন, দিল্লির ভোটের বাজারে আমাদের জুগ্গিতে এসে বিজেপির নেতারা বলেছিলেন, জুগ্গি ভেঙে প্রত্যেককে পাকা বাড়ি বানিয়ে দেওয়া হবে৷ প্রতিশ্রুতির কী হল ?

Latest article