সংবাদদাতা, হুগলি : রাজ্য সরকারের গতিধারা প্রকল্পের গাড়ি পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন জেলায় প্রতারণার ফাঁদ পেতেছিল বাবা ও দুই ছেলে। ছোট ছেলে মহম্মদ সাইফকে (Muhammed Saif) গ্রেফতার করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। বড় ছেলে মহম্মদ সাকিব ও বাবা সাবির আলির খোঁজ চালাচ্ছে তারা। ২০১৯ সালে চাঁপদানির ব্যবসায়ী মমতাজ আনসারিকে রাজ্য সরকারের গতিধারা প্রকল্পে গাড়ি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় সাকিব। এরপর তাঁকে কলকাতার অফিসে ডেকে পাঠায়। সেখানে নেতা-মন্ত্রীদের সঙ্গে ছবি দেখিয়ে বলে, এঁরা তাদের পরিচিত। তাই দ্রুত গতিধারার গাড়ি পাইয়ে দিতে পারবে। মমতাজের কাছ থেকে কয়েক কিস্তিতে ৩ লক্ষ ৭৩ হাজার ১০০ টাকা নেয় তারা। দু’বছর কেটে গেলেও গাড়ি না পেয়ে শেষে প্রতারিত হয়েছেন বুঝে এ বছর এপ্রিলে ভদ্রেশ্বর থানায় তিনজনের নামে অভিযোগ জানান মমতাজ। মঙ্গলবার কলকাতা থেকে সাইফকে (Muhammed Saif) গ্রেফতার করে তৎপর পুলিশ। বুধবার চন্দননগর আদালত তিনদিনের পুলিশ হেফাজতে পাঠায়। মমতাজের আইনজীবী দিগন্ত মুখোপাধ্যায় বলেন, ‘‘চাঁপদানি, ভদ্রেশ্বর এলাকার অনেকেই এদের প্রতারণার শিকার। বিভিন্ন জেলায় গরিব মানুষকে সাবসিডিতে গাড়ি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা চালাত তিনজনে। সে জন্য ট্রান্সপোরেশন অ্যান্ড লজিস্টিক নামে কোম্পানি খুলেছিল।’’
আরও পড়ুন: বিরোধী দলনেতার শহরে মুখ পুড়ল পদ্ম শিবিরের