গল্ফগ্রিনকাণ্ডে ২৪ ঘণ্টার মধ্যেই একজন আটক, তড়িঘড়ি সিট গঠন

সিসিটিভি ও টাওয়ার লোকেশন এর মাধ্যমেই পুলিশ তদন্ত করেছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে আতিকুরের উপস্থিতির প্রমাণ পায় পুলিশ।

Must read

শুক্রবার গল্ফগ্রীন (Golfgreen) এলাকায় আবর্জনার ভ্যাটের মধ্যে থেকে উদ্ধার হয় এক মহিলার কাটা মাথা। প্রাথমিকভাবে নকল মনে হলেও পরে দেখা যায় লেগে আছে কাঁচা রক্ত। সেই দৃশ্য দেখে ভয় পেয়ে সাফাইকর্মীরা খবর দেন পুলিশকে। দ্রুত সিট গঠন করে তদন্ত শুরু হয়। রাতের মধ্যেই কলকাতা পুলিশের হাতে চলে আসে ওই মহিলার পরিচয়। ভোরেই আটক করা হল এক ব্যক্তিকে। আতিকুর লস্কর নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে ওই এলাকায় আতিকুরের গতিবিধির প্রমাণ হাতে আসে পুলিশের। সিসিটিভি ও টাওয়ার লোকেশন এর মাধ্যমেই পুলিশ তদন্ত করেছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে আতিকুরের উপস্থিতির প্রমাণ পায় পুলিশ।

আরও পড়ুন-কাঁথি কো-অপারেটিভ নির্বাচন, ভয় পেয়ে এনআইএ নামিয়ে দিল গদ্দার

কলকাতা পুলিশ তদন্ত শুরু করে অন্যান্য পুলিশ জেলা ও কমিশনারেটের কাছে আতিকুরের ছবি পাঠিয়ে দেয়। ডায়মন্ড হারবার পুলিশ ওই ছবির ভিত্তিতে খোঁজ শুরু করে ও আতিকুরের খোঁজ পায়। মোবাইল নম্বর পাওয়া যায়। এরপরই কলকাতা পুলিশ টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানতে পারে ভোর রাতে গল্ফ ক্লাব এলাকায় ছিলেন আতিকুর। রাতেই কলকাতা পুলিশের জালে আতিকুর আটকে যান। খবর নিয়ে জানা যায়, আতিকুর লস্কর দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বাসকভাঙা পঞ্চগ্রামের বাসিন্দা। নিহত মহিলার নাম খাদিজা বিবি। মুড়াগাছা কালীতলা পারুল গ্রামের বাসিন্দা ছিলেন খাদিজা। মগরাহাটের রাধানগর গ্রামে তাঁর বিয়ে হয়েছিল। খাদিজার শ্বশুরবাড়ির এলাকার বাসিন্দা আতিকুর। প্রাথমিকভাবে মনে হচ্ছে প্রেমঘটিত টানাপোড়েনের ফলেই এমন ভয়ানকভাবে বলি হতে হয়েছে ওই মহিলাকে। আতিকুরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন-৬ মাসে ৪২ হাজার কোটি মকুব, মোদি সরকার যেন দাতব্য চিকিৎসালয়

এই মুহূর্তে নিহত মহিলার পরিবারের সঙ্গে কথা বলে অন্যান্য দিকগুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গল্ফক্লাবের পিছনে মাথা উদ্ধার হলেও দেহের বাকি অংশ পুলিশ এখনও খুঁজে পায় নি। শুক্রবার সকাল ৭টা নাগাদ ময়লার স্তূপ পরিষ্কার করতে গিয়ে সাফাইকর্মীরা এক প্লাস্টিকের প্যাকেটে মোড়া একটি মুণ্ড দেখতে পান। প্রথমে নকল বলে মনে করলেও পরে প্লাস্টিকের মুখ খুলতেই রক্ত দেখতে পান। খবর দেওয়া হয় থানায়। পুলিশ আধিকারিরা পৌঁছন ঘটনাস্থলে। পৌঁছন ডেপুটি কমিশনার বিদিশা কলিতা। মুণ্ড উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

Latest article