রাজধানী দিল্লিতে আর তিনটি নয়, একটি পুরসভাই থাকবে। পূর্ব, উত্তর ও দক্ষিণ দিল্লি পুরসভা মিলিয়ে একটি পুরসভা গঠন হতে চলেছে। অর্থাৎ আর তিনজন মেয়র নয়, দিল্লির নিয়ন্ত্রণ থাকবে একজন মেয়রের হাতে। কেন্দ্রীয় মন্ত্রিসভা তিন পুরসভার সংযুক্তিকরণের সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহে এই বিল সংসদে পেশ হতে চলেছে।
আরও পড়ুন-কমছে জিডিপি
চলতি মাসের প্রথম দিকে দিল্লির তিন পুরসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার কথা ছিল। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। যা নিয়ে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে বিরোধ বাধে অরবিন্দ কেজরিওয়াল সরকারের। কিন্তু ভোটের দিন ঘোষণার দিনই কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয়, দিল্লির তিনটি পুরসভাকে একত্রিত করে একটি পুরসভা গঠন করা হবে। সে কারণেই ওই তিন পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে না।