জাতীয়

লোকসভায় পেশ হচ্ছে না এক দেশ এক ভোট বিল

প্রতিবেদন: ফের মোদি সরকারের জুমলা। সংসদে সংবিধান বিরোধী ‘এক দেশ এক ভোট’ বিল পেশ হচ্ছে না সোমবার। এখনও প্রবল ধন্দ এই বিল পেশ নিয়ে। শনিবার লোকসভার সচিবালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, সোমবার বিলটি পেশ করা হবে লোকসভায়। সূত্রের দাবি, এরপরেই বেঁকে বসে এনডিএ-র বিভিন্ন শরিক দল। অনেকেই প্রতিবাদ জানান সরকারের এই ভাবনার। এর পরেই রাতারাতি সোমবার বিল পেশের সিদ্ধান্ত থেকে পিছু হটে মোদি সরকার।

আরও পড়ুন-বিজেপি-কংগ্রেসে ধস, দলে দলে তৃণমূলে যোগ মালদহে

রবিবার সকালে লোকসভার সচিবালয়ের তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে সোমবার লোকসভায় ‘এক দেশ এক ভোট বিল’ পেশ করার কথা উল্লেখ করা নেই। এর পরেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি সংসদের চলতি শীতকালীন অধিবেশনে আর বিলটি পেশ করবে না মোদি সরকার? বিলটি কার্যকর করতে গেলে সংবিধানের ২২৪(এ) ধারা অনুযায়ী দেশের অধিকাংশ রাজ্যের শাসকদলের অনুমতি প্রয়োজন। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন গণতন্ত্র বিরোধী অসাংবিধানিক এই ‘এক দেশ এক ভোট’ বিলকে তাঁরা সমর্থন করছেন না। তাঁর সুরে সুর মিলিয়েই অন্যান্য বিরোধীশাসিত রাজ্যগুলি বিলের বিরোধিতা করেছে। সূত্রের দাবি, এই বিলটি নিয়ে আপত্তি তুলেছে জেডিইউ এবং এলজেপির মতো এনডিএ-র শরিক দলগুলিও। এই পরিস্থিতিতে ‘এক দেশ এক ভোট’ বিলটি কার্যকর করতে গেলে সংবিধানের পাঁচটি ধারায় পরিবর্তন আনতে হবে সরকারকে। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, মোদি সরকার রোজই একটা জুমলা উপহার দেয়। এটাও তাদের একটা নতুন জুমলা।

Jago Bangla

Recent Posts

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

14 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

50 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

59 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago