স্কুল ড্রেসে এক কোটি কর্মদিবস

Must read

প্রতিবেদন : আমাদের সরকার ক্ষমতায় আসার পর প্রত্যেককে স্কুলড্রেস (school uniform) দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই স্কুল ড্রেসটাও সেলফ হেল্প গ্রুপের মেয়েরা বানায়। আজকে প্রায় পাঁচ কোটি মিটার লেন্থের কাপড় দিয়ে পোশাক (school uniform) তৈরি হয়। আর এতে কয়েক কোটি কর্মদিবস তৈরি হয়। এরকম আরও নানা কাজে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অন্তর্ভুক্তি ঘটছে। ফলে রাজ্যে মহিলারা স্বনির্ভর হচ্ছেন এবং তৈরি হচ্ছে কোটি কোটি কর্মদিবস।

আরও পড়ুন- তাড়াতাড়ি বিয়ে কেন? নিজের পায়ে দাঁড়াতে দিন কন্যাশ্রীদের

Latest article