সংবাদদাতা, বর্ধমান : খুব শিগগিরই বর্ধমানের (Burdwan) প্রশাসনিক ভবনে জেলা শিল্প কেন্দ্রের ছোট অফিস শুরু হতে চলেছে। সাধারণ মানুষের হয়রানি কমাতে বৃহস্পতিবার এই ঘোষণা করেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েষা রানি এ। বৃহস্পতিবার তাঁর অফিস চত্বরে একদিনের জেলাস্তরের এমএসএমই শিবিরের উদ্বোধন করে জেলাশাসক জানান, জেলা শিল্পকেন্দ্র বর্ধমান শহরের এক প্রান্তে। জেলাশাসকের অফিস সংলগ্ন এলাকায় ওদের একটি অফিস থাকলে মানুষের অনেক উপকার হবে। তাই খুব শিগগিরই জেলাশাসকের নতুন ভবনে এই অফিস চালু হবে।
আরও পড়ুন-সন্তোষ ট্রফিজয়ী বাংলা দলের ফুটবলারদের চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর
জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার চন্দন পাল জানান, শিল্পের সমাধানে মাইক্রো, স্মল আ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস জেলাস্তরের ক্যাম্প হল বৃহস্পতিবার। ব্যাঙ্ক-সহ শিল্পসংক্রান্ত বিভিন্ন দফতরের প্রতিনিধিরা এক ছাতার তলায় উপস্থিত হন। যাতে ছোট, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগপতিরা সুবিধা নিতে পারেন। এই জেলায় ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংখ্যা ৭৩ হাজারের বেশি। এ বছরে প্রস্তাবিত লগ্নির পরিমাণ প্রায় ১৫০০ কোটি টাকা। এই জেলায় এই ধরনের শিল্প রাইস মিল, তেলকল, বিভিন্ন হস্তশিল্প প্রভৃতি রয়েছে। গত মাসের ২ থেকে ২০ ব্লক ও পুরসভা স্তরের ২১৭টি ক্যাম্পে ২৩ হাজারের উপর মানুষ আসেন। প্রায় ১২ হাজার আবেদন জমা পড়ে। এক হাজার জনকে অনলাইন সার্ভিস দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের ক্যাম্পেও অনেকের হাতে অনুমোদন তুলে দেওয়া হয়েছে।