লখনউ, ৬ অক্টোবর : ৩৬ চলছে। তবে বয়স কোনও বাধা নয়। গত দু’বছরে একদিনের ক্রিকেটে ভারতের সবথেকে ধারাবাহিক ব্যাটসম্যানের নাম শিখর ধাওয়ান। ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক তাঁর নামের পাশে বর্তমানে স্রেফ ওডিআই ক্রিকেটারের তকমা লাগিয়ে দিয়েছে। ধাওয়ান বলছেন, এখন তাঁর একমাত্র লক্ষ্য হল পঞ্চাশ ওভারের বিশ্বকাপের জন্য ফিট থাকা। ‘‘এইমুহূর্তে আমার একমাত্র লক্ষ্য হল ২০২৩ বিশ্বকাপ। এরজন্য ফিট এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে চাই।’’ বক্তব্য দিল্লির বাঁহাতি ওপেনারের।
আরও পড়ুন-এটাই আমার শেষ বিশ্বকাপ : মেসি
রোহিত শর্মা বিশ্বকাপ দল নিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় ক্রিকেটের গব্বর। কার্যত এটা ভারতের ‘বি’ টিম। এই দলের নেতৃত্ব ধাওয়ান বেশ উপভোগ করছেন। তিনি শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতে এসেছেন। ধাওয়ান বলেন, ‘‘আমার কেরিয়ার নিয়ে আমি বেশ খুশি। এখন নতুন দায়িত্ব আমার কাঁধে চেপেছে। আমি এটা উপভোগ করছি। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছি জুনিয়রদের সঙ্গে। আমার ভালই লাগছে। ড্রেসিংরুমে খোলামেলা আবহ তৈরি করেছি আমরা।’’
দেশের হয়ে ১৫৮টি একদিনের ম্যাচ খেলে ধাওয়ান করেছেন ৬৬৪৭ রান। ৩৪টি টেস্ট ও ৬৮টি টি ২০ ম্যাচে তাঁর রান যথাক্রমে ২৩১৫ ও ১৭৫৯। ধাওয়ান বলছেন, একদিনের বিশ্বকাপের আগে যত বেশি সম্ভব ম্যাচ খেলতে চান তিনি। ‘‘যত বেশি ম্যাচ খেলব, তত বেশি ম্যাচ ফিট থাকব।’’ বলেছেন তিনি।